আবারও আগুনের গ্রাসে শুশুনিয়া, নতুন বছরেই আতঙ্ক ছড়াচ্ছে পর্যটকদের মধ্যে

বছর শুরুতে ভরে উঠেছে রাজ্যের পর্যটনকেন্দ্রগুলি। দীর্ঘ লকডাউনের সময় পেরিয়ে মানুষের আনাগোনা শুরু হয়েছে বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড়েও। আর ঠিক এই সময়েই এক ভয়ঙ্কর দৃশ্য নজরে আসে কিছু পর্যটকের। শুক্রবার রাতে হঠাৎ দেখা যায় পাহাড়ের উপরে জঙ্গল থেকে আগুনের শিখা দেখা যাচ্ছে। আর দেখা যাচ্ছে আকাশের দিকে উঠতে থাকা ধোঁয়ার কুণ্ডলী। স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পর্যটক এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

শুশুনিয়া পাহাড়ে দাবানলের ঘটনা অবশ্য অস্বাভাবিক নয়। গত বছরেই এপ্রিল মাসে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছিল জঙ্গলের বিস্তীর্ণ অঞ্চল। আগুন জ্বলেছিল বেশ কয়েকদিন ধরে। আর শীতের শুষ্ক আবহাওয়ায় জঙ্গলে হঠাৎ আগুন লাগতেই পারে। যদিও শুক্রবার রাতে যে আগুন দেখা যায়, শনিবার সকাল থেকে আর তা দেখা যাচ্ছে না। অবশ্য এর মানে আগুন নিভে গিয়েছে, এমনটা মনে করছেন না অনেকেই। হয়তো দিনের আলোর জন্য তার শিখা স্পষ্ট দেখা যাচ্ছে না, রাতের অন্ধকারে আবার দেখা যাবে।

ইতিমধ্যে বাঁকুড়া জেলার বনবিভাগ পরিস্থিতি সরেজমিনে তদন্ত করতে শুরু করেছেন। তবে আগুন ঠিক কোন জায়গা থেকে দেখা গিয়েছিল, সেটা চিহ্নিত করা না যাওয়ায় সেখানে পৌঁছানো সম্ভব হয়নি। অবশ্য এবারের আগুন এখনও তেমন ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছায়নি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। অরণ্য ও প্রাণীজগতের বড়ো কোনো ক্ষতির আগেই আগুন নিয়ন্ত্রণে আনা যাবে বলে আশা প্রকাশ করছেন বনবিভাগের কর্তারা।

Powered by Froala Editor

আরও পড়ুন
এখনও আগুন জ্বলছে অসমের বাঘজানে, বহু বন্যপ্রাণের ক্ষয়ক্ষতির আশঙ্কা