পুনের রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, নিয়ন্ত্রণের চেষ্টায় দমকল

এখনও করোনা-মুক্ত হয়নি ভারতে। তার মধ্যেই ঘটে যাচ্ছে একের পর এক বিপর্যয়। আজ, শুক্রবারই পুনের কুরকুম্ভ এমআইডিসি এলাকার একটি রাসায়নিক কারখানায় ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দমকলের পাঁচটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে। তবে এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি।

পুনের ওই এলাকায় কুসুম কেমিক্যালসের কারখানায় আগুন লাগে। কীভাবে আগুন লাগল, তা নিয়ে এখনও ধন্দে দমকল ও পুলিশ। প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, সকালেই বিস্ফোরণের শব্দ শোনা যায় ওই এলাকা থেকে। অন্তত পাঁচ কিলোমিটার দূর থেকে এই আওয়াজ শোনা যায়। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় অঞ্চল। তারপরই স্থানীয় দমকল অফিসে ফোন করলে তাঁরা ঘটনাস্থলে চলে আসেন। পুনে পুলিশের একটি বিশেষ দলও আসে সেখানে।

এখনও অবধি কারোর হতাহতের খবর নেই। তবে কারখানার ভেতর বেশ কিছু বিপজ্জনক রাসায়নিক মজুত রয়েছে। বেশ কিছু মানুষও আটকে থাকতে পারেন ভেতরে। এছাড়াও দমকল কর্মীরা জানাচ্ছেন, ভেতরে ইথানল ও অ্যাসিটোনের বেশ কিছু বড়ো ড্রামও রয়েছে। আগুন ওই জায়গায় পৌঁছে গেলে আবারও ভয়ানক বিস্ফোরণ হতে পারে। সব মিলিয়ে পরিস্থিতি এখনও সাংঘাতিক।