রমজান মাস জুড়ে আলোর উৎসব, অভিনব উদযাপনের সাক্ষী আমেরিকা

রমজান মাস শুধু ইসলাম ধর্মাবলম্বী মানুষদের রীতিনীতি পালনের সময় নয়, তাদের জীবনের একটি উৎসবের নাম। সারাদিন অভুক্ত থেকে সূর্যাস্তের পর সকলে মিলে মসজিদে নামাজ পড়তে যাওয়া বা একসঙ্গে ইফতারের খাওয়াদাওয়া, মেতে ওঠেন প্রত্যেকেই। কিন্তু এ-বছরের ছবিটা প্রতি বছরের মতো নয়। করোনা ভাইরাসের আতঙ্কে রমজান মাসের জৌলুস অনেকটাই ম্লান। মসজিদে সকলে মিলে জড়ো হওয়ার সুযোগ নেই, এমনকি প্রিয়জনের মুখে খাবারের গ্রাস তুলে দিতেও ভয় করে। আর এর মধ্যেই রমজানের আলো জ্বালিয়ে রাখার এক বিরল উদ্যোগ নিল আমেরিকার একটি শহরের বাসিন্দারা।

আমেরিকার একটি শহর ডিয়ারবর্ন। দেশের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ইসলাম ধর্মাবলম্বী মানুষের বাস এখানে। এই রমজান মাসে সেখানে গেলে দেখবেন চোখ ধাঁধানো আলোর রোশনাইতে শহর ভেসে যাচ্ছে। এভাবেই রমজান মাসের আলো জ্বালিয়ে রাখতে চেষ্টা করেছেন তাঁরা। তবে এই দীপাবলি আসলে একটি প্রতিযোগিতার অংশ। এপ্রিলের ২৩ তারিখ থেকে শুরু হয়েছে সেই প্রতিযোগিতা। আর তাতে অংশগ্রহণ করা ৬৫টি পরিবার প্রতি সন্ধ্যায় নিজেদের মতো করে সাজিয়ে তুলছে তাদের বাড়ি। রমজান মাসের শেষে, ঈদ উৎসবের দিন, ঘোষণা করা হবে বিজয়ী পরিবারের নাম। আর সেই পরিবারের হাতে উপহার তুলে দেবে স্থানীয় একটি রেস্টুরেন্ট।

ডিয়ারবর্ন শহরের এই উদ্যোগের পিছনে আছেন চিত্রপরিচালক রাজি জাফরি। আমেরিকার বিভিন্ন মুসলিম সংগঠনের সহায়তায় তিনি রমজান মাসের উদ্দীপনাকে ধরে রাখতে নানারকম উদ্যোগ নেওয়ার চেষ্টা করছেন। তারই একটি এই উদ্যোগ। তাঁর মতে, আমেরিকার সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে মুসলমানদের সংস্কৃতি। তাই, ভাইরাস প্রতিরোধের জন্য প্রয়োজনীয় সতর্কতা তো নিতেই হবে। এর মধ্যেই রমজান উৎসবের এই ব্যতিক্রমী উদযাপন শুধুই ধর্মীয় বিষয় নয়। বরং করোনার বিরুদ্ধে যুদ্ধের অনুপ্রেরণা হয়ে উঠতে পারে এই আলোর উৎসব।

More From Author See More