মানুষের মতো দেখতে এক ‘প্রাচীন যোদ্ধা’ মঙ্গলগ্রহে! নাসার ছবি ঘিরে বিতর্ক

যদিও ছবিটা সাদাকালো, অস্পষ্ট, তবুও একটু ভালো করে দেখলেই মনে হয় যেন একটা মানুষ দাঁড়িয়ে আছে। আর মনের মতো রং চড়ালে স্পষ্ট দেখা যায় সেই মানুষের মাথায় কালো হ্যাট টুপি, বুকের কাছে ধাতব কবচ। ঠিক যেন কয়েক'শ বছর আগেকার এক যোদ্ধা। তবে ছবিটা কিন্তু পুরনো নয়। আর ছবিটা এই পৃথিবীরও নয়। প্রতিবেশি গ্রহ মঙ্গলের বুকে নাসার প্রেরিত যান 'কিউরিওসিটি' পাঠিয়েছে এই ছবি।

অবশ্য এখানে বলে রাখা উচিত, মঙ্গলের মাটিতে এলিয়েনের অস্তিত্বের বিষয়টি একেবারেই আমল দিচ্ছেন না নাসার বিজ্ঞানীরা। কিন্তু স্কট সি. ওয়ারিং নামের একজন স্বঘোষিত এলিয়েন বিশেষজ্ঞ দাবি করেছেন তিনি স্পষ্ট দেখতে পেয়েছেন এই দৃশ্য। এমনকি তাঁর ব্লগে নাসার আসল ছবির পাশাপাশি সেটির রঙিন সংস্করণ তুলে ধরেছেন পাঠকদের সামনে। মঙ্গলবার এই প্রতিবেদন প্রকাশিত হতেই রীতিমতো হইচই পড়ে গিয়েছে। ওয়ারিংএর বক্তব্যের পক্ষে এবং বিপক্ষে ভাগ হয়ে গিয়েছেন সমালোচকরা।

এর আগেও অবশ্য নাসা এবং গুগল ম্যাপসের অনেক ছবিতেই এলিয়েনের অস্তিত্ব খুঁজে পেয়েছেন ওয়ারিং। প্রথমদিকে তাঁর বক্তব্যে রীতিমতো আলোড়ন সৃষ্টি হলেও এখন অবশ্য আর তেমন আমল দেন না অনেকেই। কিন্তু তাঁর ব্লগের রঙিন ছবিটি দেখে অনেক পাঠকই স্পষ্ট মানুষের অস্তিত্ব খুঁজে পেয়েছেন। যদিও সেই ছবিও কল্পনার প্রভাব খাটিয়ে তৈরি বলে অভিযোগ তুলেছেন অনেকে।

Powered by Froala Editor

More From Author See More