আবার মৃত্যুর ছায়া বলিউডে, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী অভিনেতা আসিফ বাসরা

২০২০-র শেষ লগ্নে আবারও আত্মহত্যার ছায়া ঘনিয়ে এল বলিউডে। সুশান্ত সিং রাজপুতের পর এবার আসিফ বাসরা। আজ, বৃহস্পতিবার ধর্মশালায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় এই বর্ষীয়ান অভিনেতাকে। প্রাথমিকভাবে এই মৃত্যু আত্মহত্যা হিসেবেই দেখছে পুলিশ।

বলিউডের বহু সিনেমায়, অ্যাডে পরিচিত মুখ ছিলেন ৫৩ বছর বয়সী আসিফ বাসরা। নিজের অভিনয়ের গুণে দর্শকদের আপন হয়ে উঠেছিলেন তিনি। সম্প্রতি ‘পাতাললোক’, ‘হোস্টেজ’-এর মতো ওয়েব সিরিজেও অভিনয় করেছিলেন তিনি। সুশান্ত সিং রাজপুতের প্রথম সিনেমা ‘কাই পো চে’-তেও তাঁকে দেখা গেছে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে। ‘জব উই মেট’, ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বই’, 'ব্ল্যাক ফ্রাইডে' ‘এক ভিলেইন’-এর মতো ছবিতেও নিজের ছাপ রেখেছিলেন আসিফ বাসরা। কেবল হিন্দি চলচ্চিত্রেই নয়; বলিউড ছাড়িয়ে বিদেশেও অভিনয় করেছেন তিনি। 'ওয়ান নাইট উইথ দ্য কিং', 'আউটসোর্সড'-এর মতো আমেরিকান ছবিতেও অভিনয় করেছিলেন এই অভিনেতা। 

সুযোগ পেলেই চলে যেতেন পাহাড়ে। দীর্ঘ পাঁচ বছর ধরে হিমাচল প্রদেশে বসবাস করছিলেন তিনি। আজ, তাঁর মৃত্যুর খবরে রীতিমতো শঙ্কিত বলিউড মহল। আসিফ বাসরার মতো একজন মানুষ, একজন অভিনেতা কী করে এমন পদক্ষেপ নিলেন বুঝতে পারছেন না কেউ। 'হোস্টেজ-২'র পর তাঁর সঙ্গে যোগাযোগ করারও চেষ্টা করেন সিরিজটির পরিচালক শচীন কৃষ্ণন। কিন্তু উল্টোদিক থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। একপ্রকার একাই রেখে দিয়েছিলেন নিজেকে। মৃত্যুর খবর আসার পর একের পর এক টুইটে শ্রদ্ধা জানাচ্ছেন আসিফের সহ-অভিনেতারা। ইতিমধ্যে ফরেন্সিক দল এবং পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। তদন্ত শুরু হয়েছে। ঠিক কী হয়েছিল আসিফের সঙ্গে, কেন এমন মৃত্যু সবকিছুই খতিয়ে দেখা হবে। শোকের পরিবেশের মধ্যে আপাতত সেইদিকেই তাকিয়ে আছে সিনে দুনিয়া।

Powered by Froala Editor