খালি চোখেই দেখা যাবে প্রতিবেশী গ্রহদের, অপেক্ষা আগামীকাল ভোরের

আচ্ছা আকাশের দিকে তাকালে কী কী দেখতে পান? রাতে তারা? সকালে সূর্য? মানে শুধুই নক্ষত্রদের? না, গ্রহদেরও দেখা যায় খালি চোখেই। যেমন আমাদের অতি পরিচিত শুকতারা, সে তো আসলে শুক্রগ্রহ। তবে কাল সকাল সকাল যদি আকাশে চোখ রাখেন, তাহলে একটা নয়, একসঙ্গে ৫টা গ্রহ চোখে পড়বে। আর সেইসঙ্গে আমাদের একমাত্র উপগ্রহ চাঁদ তো আছেই।

তবে এই দৃশ্য প্রত্যক্ষ করতে আপনাকে উঠে পড়তে হবে সুয্যিমামার থেকে বেশ কিছুটা আগে। মোটামুটি সূর্যোদয়ের ঘন্টাখানেক আগে চাঁদ পশ্চিম আকাশে অস্ত যাবে। আর তার আগেই দেখা যাবে বিরল এই দৃশ্য। খালিচোখেই পৃথিবীর প্রতিটা জায়গা থেকে মানুষ প্রত্যক্ষ করতে পারবে শুক্রগ্রহের পাশাপাশি বুধ, মঙ্গল, বৃহস্পতি এবং শনিকেও। তবে মহাকাশ বিশেষজ্ঞের জেফ্রি হান্ট জানিয়েছেন, খালি চোখে গ্রহদের যেভাবে দেখা যাবে, তার সঙ্গে স্যাটেলাইট প্রেরিত ছবির তেমন একটা মিল থাকবে না।

আসুন এক নজরে দেখে নেওয়া যাক, আকাশের ঠিক কোন দিকে কোন গ্রহকে দেখা যাবে। শুক্রগ্রহকে যথারীতি দেখা যাবে আকাশের উত্তর থেকে একটু উত্তর-পূর্ব দিক ঘেঁসে। মঙ্গগ্রহ থাকবে একেবারে দক্ষিণ-পূর্ব দিকে। এছাড়া বুধ গ্রহকে দেখা যাবে একেবারে চাঁদের ডানদিকে। তবে সূর্যের খুব কাছে থাকার কারণেই তার উজ্জ্বলতা বেশ কম হবে।

আরও পড়ুন
আকাশে ঘুরে বেড়াচ্ছে ইউএফও, মার্কিন নৌবাহিনীর তোলা ছবি এল প্রকাশ্যে

শুধু ১৯ তারিখেই নয়, ২৫ জুলাই পর্যন্ত আকাশে এই পাঁচ গ্রহকে একসঙ্গে দেখা যাবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। আর এই সুযোগ একবার হারালে অপেক্ষা করতে হবে আরও ২ বছর। ২০২২ সালে আবার জুলাই মাসেই ঘটবে এমন ঘটনা। তাই এই করোনা পরিস্থিতির মধ্যে মানুষের প্রতিদিনের রুটিন যখন ভেঙেই গিয়েছে, তখন আর চিন্তা করে লাভ কী? উঠে পড়ুন সকাল সকাল, আর ছাদে অথবা খোলা মাঠের উপরে গিয়ে দাঁড়ান। শুধু নক্ষত্রই নয়, সূর্যের কাছ থেকে আলো ধার করে গ্রহরাও দেখা দেবে খালি চোখের সামনেই।

আরও পড়ুন
ইংল্যান্ডের আকাশে অদ্ভুত আলোর গোলক, বর্ণনা শুনে ধন্দে বিজ্ঞানীরা

Powered by Froala Editor