অনলাইন ক্লাসে অপারগ, লকডাউনে পড়াশোনা ছেড়েছে দেশের ৪৩ লক্ষ প্রতিবন্ধী পড়ুয়া

সারা পৃথিবীতে করোনা পরিস্থিতিতে সামান্য আশার আলো দেখা গেলেও মনের মধ্যে থেকে ভয় যাচ্ছে না কিছুতেই। আর এমন পরিস্থিতিতে সবথেকে ভয়ঙ্কর বিষয়টি হল, বাস্তবে প্রত্যেকেই খুব একা হয়ে গিয়েছে। অবশ্য তথাকথিত সুস্থ মানুষ তো ক্রমশ একা হতেই অভ্যস্ত। কিন্তু যে মানুষরা ঠিক ‘সুস্থ’ নন, অর্থাৎ শারীরিক দক্ষতায় খানিকটা পিছিয়ে থেকেছে জন্ম থেকেই, এই পরিস্থিতিতে কেমন আছেন তাঁরা?

সারা পৃথিবীর সঠিক তথ্য জানা না গেলেও ভারতে প্রতিবন্ধী মানুষদের জীবন চরম সংকটের মুখে এসে পড়েছে। প্রতিদিনের জীবনের সঙ্গে তো লড়াই করতেই হচ্ছে। এখন আর রাস্তায় কোনো দৃষ্টিহীন মানুষকেই হাত ধরে রাস্তা পার করে দেন না কেউ। অন্যান্য অঙ্গ কর্মহীন যাঁদের, তাঁদের অবস্থাও মোটের উপর এক। আর এর মধ্যেই শারীরিক প্রতিবন্ধকতাযুক্ত পড়ুয়ারা সমস্যায় পড়েছে বিশেষভাবে। স্বাভিমান নামক একটি সংস্থার সমীক্ষায় দেখা গিয়েছে, এই লকডাউনের ফলে সারা দেশে প্রায় ৪৩ লক্ষ পড়ুয়া পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়েছে শুধু শারীরিক প্রতিবন্ধকতার কারণে।

লকডাউনের ফলে স্কুল-কলেজ বন্ধ করে দেওয়া হল প্রথমে শিক্ষা-প্রতিষ্ঠানের তরফে এবং পরে সমস্ত সরকারের তরফ থেকেই অনলাইন পড়াশোনার উপর জোর দেওয়া হচ্ছে। কিন্তু এই পদ্ধতিই অনেককে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য করেছে। স্বাভিমানের কর্ণধার শ্রুতি মহাপাত্র জানিয়েছেন এইসব পড়ুয়াদের শিক্ষকদের সঙ্গে মানবিক যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু লকডাউনের সময় তার ন্যূনতম কোনো সুযোগই নেই। সেইসঙ্গে দারিদ্র্য ও অনান্য বিষয় তো আছেই। কিন্তু এই বিষয়টির দিকে কি আদৌ খেয়াল করেছেন কেউ? সংবিধান অনূযায়ী শিক্ষা সকলের মৌলিক অধিকার। কিন্তু সেই কথা কি আদৌ মাথায় রাখা যাচ্ছে এই পরিস্থিতিতে?

Powered by Froala Editor

আরও পড়ুন
যাদবপুরের দেওয়ালে দৃষ্টিহীনদের জন্য ব্রেইল গ্রাফিটি, রাজ্যে প্রথম, সম্ভবত ভারতেও

More From Author See More