বয়স যেন সংখ্যামাত্র, জন্মদিনে গান গেয়ে ভাইরাল ব্রিটেনের ১১০ বছরের ‘কিশোরী’

আর পাঁচটা দিনের থেকে জন্মদিন একটু আলাদা তো বটেই। তার ওপরে জড়ো হয়েছে পরিবারের সমস্ত প্রিয়জনরাই। মনের আনন্দে তাই গেয়ে উঠল আধোকণ্ঠ। আর সেই গানের ভিডিও রীতিমতো ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায়। মাত্র কয়েকদিনের মধ্যেই লক্ষাধিক মতামত, প্রশংসা আর শেয়ার। এই ভিডিও এতটাই আশ্চর্যজনক, কেন না সেই কণ্ঠস্বরের পিছনে লুকিয়ে রয়েছেন এক ব্রিটিশ ‘কিশোরী’। যাঁর বয়স মাত্র ১১০ বছর।

সম্প্রতি অ্যামি হকিন্স নামের এই ব্রিটিশ বৃদ্ধার জন্মদিনের ভিডিও টিকটিকে পোস্ট করেছিলেন তাঁর প্রপৌত্রী হান্না ফ্রিম্যান। ভিডিয়োয় দেখা যায়, সকলের মাঝে চেয়ারে বসে রয়েছেন অ্যামি। আর মাথা দুলিয়ে বহু পুরনো এক লোকগীতি গেয়ে চলেছেন তিনি। স্বর কাঁপা কাঁপা হলেও, এতটুকু ছন্দপতন হচ্ছে না সেই গানের। এক কথায় যা অবিশ্বাস্য।

এই গান নিজের শৈশবে শিখেছিলেন অ্যামি। তখন বিশ্বযুদ্ধের মহড়া চলছে ইংল্যান্ড জুড়ে। প্রথম বিশ্বযুদ্ধ যখন শেষ হয় তখন তাঁর বয়স মাত্র ৭ বছর। গান আর নাচ ছাড়া আর কিছুই যেন মনে ধরত না তাঁর। পরবর্তীকালে পেশা হিসাবে নৃত্যকেই বেছে নিতে হয়েছিল তাঁকে। শুধু ব্রিটেন নয়, বিশ্বের বহু দেশেই অনুষ্ঠান করেছেন অ্যামি। তবে শেষ পর্যন্ত সরে আসতে হয়েছিল তাঁকে এই জগত থেকে। কারণ, তাঁর মায়ের বিশ্বাস ছিল একজন যুবতীর কাছে ‘নর্তকী’ কোনো সম্মানজনক পেশা হতে পারে না।

তবে পেশাগতভাবে নাচ-গান থেকে চিরকালীন বিরতি নিলেও, তাঁর ব্যক্তিগত জীবনে এখনও অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে রয়েছে সঙ্গীত। দুই বিশ্বযুদ্ধের সময়ের প্রচলিত বহু আঞ্চলিক গান তাঁর ঠোঁটস্থ এই বয়সেও। নিজের মনেই সেসব গানের কলি সারাদিন গুনগুন করে চলেন অ্যামি। হান্না এক বিবৃতিতে লেখেন, শুধু একবার গানের অনুরোধ জানাতে হয় তাঁকে। তারপর নিজেই একের পর এক গান গেয়ে চলেন তাঁর ‘গ্রেট-গ্র্যান্ডমা’। 

বর্তমানে সাউথ ওয়েলসে মনমাউথের বাড়িতেই বসবাস করেন অ্যামি। অক্ষত সেই একান্নবর্তী পরিবারে রয়েছে চার প্রজন্মের সদস্যরা। অ্যামির চার ভাই এবং এক বোন জীবিত রয়েছেন এখনও। তাঁর বোন লিলিয়ানও সদ্য পা দিয়েছেন একশোর কোঠায়। তিনিও ধরে রেখেছেন ‘তারুণ্য’। গোটা পরিবারটাই যেন সম্পৃক্ত বিস্ময়ে। এই বয়সেও এত সাবলীলভাবে কীভাবে গান গাইতে পারেন জিজ্ঞেস করায় অ্যামি উত্তর দেন, ‘গানের মধ্যেই আমার হৃদয় আছে। তাছাড়া আমি ডাক্তারের কাছে যাইনি কখনো। তাই এত ঝরঝরে এই বয়সেও।’ এমন রসবোধও অবাক করার মতোই! সেইসঙ্গে শেষ বয়সে এসে এমন জনপ্রিয়তা পেয়ে আপ্লুত তিনি। বহু বছর পর হারিয়ে যাওয়া স্বপ্নকে যেন ফিরিয়ে দিল ইন্টারনেট জগত। সে কথাও নিজমুখে স্বীকার করেছেন ব্রিটিশ ‘কিশোরী’ অ্যামি…

Powered by Froala Editor

আরও পড়ুন
২২৪ বছর আগে প্রচলন ভ্যালেন্টাইন কার্ডের, প্রাচীনতম নমুনায় লুকিয়ে অভিমানের গল্প