করোনাকে হারিয়ে বাড়ি ফিরলেন ১০৬ বছরের বৃদ্ধ, ভারতের প্রবীণতম করোনা-জয়ী

বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে ভারতও যুদ্ধ করছে করোনার বিরুদ্ধে। আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে, তবে ডাক্তাররা থেমে নেই। ক্রমাগত চেষ্টা করে যাচ্ছেন নিজেদের সবটুকু দিয়ে। সেজন্যই, আক্রান্ত আর মৃত্যুর খবরের পাশাপাশি সুস্থ হয়ে বাড়ি ফেরার খবরও উঠে আসছে। সেখানেই আশা জাগালেন দিল্লির মুখতার আহমেদ। করোনাকে হারিয়ে ঘরে ফিরলেন ১০৬ বছরের এই বৃদ্ধ। তিনিই ভারতের প্রবীণতম করোনা-মুক্ত ব্যক্তি।

সেন্ট্রাল দিল্লির নবাবগঞ্জের বাসিন্দা মুখতার আহমেদ। নিজের দীর্ঘ জীবনে দেখেছেন কত কিছু। কত চড়াই উতরাইয়ের সাক্ষী তিনি। সেই তালিকায় আরও একটি নাম যুক্ত হল— করোনা। এমনিতেই বয়স হয়েছে তাঁর, রোগ-ভোগ তো আছেই। এপ্রিল মাসে ডাক্তারি পরীক্ষার পর ধরা পড়ে, মুখতার সাহেবের দেহে বাসা বেঁধেছে করোনা। ১৪ এপ্রিল দিল্লির রাজীব গান্ধী সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি হন তিনি। ডাক্তারদের তরফ থেকেও বিশেষ যত্ন নেওয়া হয়; মূলত বয়সের জন্যই। আর বয়স্ক মানুষরাই এই রোগে সবথেকে বেশি আক্রান্ত হচ্ছেন…

জীবনের পিচে এত সহজে ব্যাটিং থামাতে চাননি মুখতার আহমেদ। ডাক্তারদের প্রবল চেষ্টায় অবশেষে তিনি জিতলেন। জিত হল ওই হাসপাতালেরও। করোনাকে হারিয়ে মে’র প্রথম দিকেই তিনি নবাবগঞ্জের বাড়ি ফিরলেন। তাঁর এই প্রত্যাবর্তন আমাদের সকলকে উদ্বুদ্ধ করবেই। ১০৬ বছর বয়সেও যদি করোনাকে হারাতে পারেন মুখতার সাহেব, তাহলে আমরা কেন পারব না? সবরকম ভাবেই পারব। রাজীব গান্ধী হাসপাতালের ডাক্তাররাও সেই একই কথা বলছেন। আর মুখতার আহমেদ? বাড়িতে বসে আরও বেঁচে থাকার স্বপ্ন দেখছেন তিনি।