পৃথিবীর উত্তরতম দ্বীপ আবিষ্কার বিজ্ঞানীদের

বর্তমানে বিজ্ঞানীদের হাতে আছে অতি উন্নতমানের স্যাটেলাইট। পরীক্ষাগারে বসেই তাঁরা কয়েক হাজার আলোকবর্ষ দূরের গ্রহদের সম্বন্ধে তথ্য সংগ্রহ করছেন। অথচ আমাদের নিজেদের গ্রহ পৃথিবীকেই যেন সম্পূর্ণ চিনে উঠতে পারিনি এখনও। অন্তত ডেনমার্কের একদল বিজ্ঞানীর সাম্প্রতিক আবিষ্কার সেই কথাই প্রমাণ করল। সম্প্রতি ডেনমার্কের ৬ জন ভূপর্যটকের একটি দল আবিষ্কার করল সম্পূর্ণ আনকোরা একটি দ্বীপ। বলা ভালো পৃথিবীর সবচেয়ে উত্তরে অবস্থিত দ্বীপ। অন্তত এখনও অবধি উত্তর মেরুর এত কাছে অন্য কোনো দ্বীপের সন্ধান পাওয়া যায়নি।

পৃথিবীর উত্তর মেরুর নিকটবর্তী স্থলভাগ বলতে সবাই চেনেন গ্রিনল্যান্ড। হ্যাঁ, পৃথিবীর বৃহত্তম দ্বীপও বটে। তবে গ্রিনল্যান্ডের মূল ভূখণ্ডের চারিদিকেও ছড়িয়ে আছে বেশ কয়েকটা ছোটো ছোটো দ্বীপ। বহু আন্তর্জাতিক তর্জার পরেও এখনও সমগ্র অঞ্চলটি ডেনমার্কের অধীনে। সম্প্রতি রুটিন জরিপের কাজে গিয়েছিলেন ৬ জন ডেনিস ভূতাত্ত্বিক। উদ্দেশ্য ছিল মূলত উত্তরের উডাক দ্বীপটিতে জরিপ চালানো এবং নতুন কোনো প্রজাতির সন্ধান পাওয়া গেলে তার নমুনা সংগ্রহ করা। ১৯৭৮ সালে আবিষ্কৃত উডাক দ্বীপটি এতদিন পৃথিবীর সবচেয়ে উত্তরে অবস্থিত দ্বীপ হিসাবেই পরিচিত ছিল। তবে লক্ষ্যের কাছাকাছি পৌঁছেই সমস্যায় পড়ে যান গবেষকরা। হঠাৎ দিক হারিয়ে ফেলেছিলেন তাঁরা। এদিকে এত উত্তরের মানচিত্রও খুব একটা নিখুঁত নয়। প্রায় সারা বছর বরফে ঢাকা থাকার কারণে সেখানে স্যাটেলাইট থেকেও খুব বেশি তথ্য এসে পৌঁছয় না। এমন সময় নৌকো নিয়ে ঘুরতে ঘুরতে হঠাৎ কাদায় আটকে যায় তাঁদের নৌকো।

প্রথমটায় বিশ্বাস হয়নি কারোরই। এমন জায়গায় কোনো স্থলভাগের অস্তিত্বের কথা জানা ছিল না। কিন্তু নৌকো থেকে নেমে নানারকম পরীক্ষানিরীক্ষা করে শেষে নিশ্চিত হলেন, সত্যিই এটি একটি আনকোরা নতুন দ্বীপ। যদিও তার আয়তন খুব বেশি নয়। মাত্র ৬০ মিটার লম্বা এবং ৩০ মিটার চওড়া। তবে প্রাথমিক পরীক্ষানিরীক্ষাতেই নিশ্চিন্ত ছিলেন না বিজ্ঞানীরা। গ্রিনল্যান্ড থেকে নমুনা সংগ্রহ করে এনে পরীক্ষাগারে আরও খুঁটিয়ে বিশ্লেষণ করা হয়েছে মাটি। অবশেষে বিজ্ঞানীরা সিদ্ধান্তে এসেছেন, অন্য কোথাও থেকে ভেসে আসেনি এই মাটি। বরং অগ্ন্যুদ্গারের ফলেই তৈরি হয়েছে এই দ্বীপ। এমনিতেই বর্তমানে পরিবেশ রাজনীতির কারণে নানা দেশের চোখ গ্রিনল্যান্ডের দিকে। বিগত বেশ কয়েক বছর ধরে আমেরিকা গ্রিনল্যান্ড অধিগ্রহণের অনুমতি চেয়ে আসছে। নতুন এই দ্বীপের আবিষ্কার যে সেই রাজনীতিকে আরও উস্কে দেবে, সেটা বলাই বাহুল্য।

Powered by Froala Editor

আরও পড়ুন
অপরাধ শূন্য, স্থানাভাবে নেই হাসপাতালও! বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দ্বীপের গল্প

More From Author See More