গাছের ডালে মাস্ক ঝুলিয়ে রাখছেন মহিলা, উপকৃত বহু নাগরিক

আমেরিকার আইওয়া শহরের রাস্তার ধারে জন্মেছে একটি গিভিং ট্রি। যে গাছের শাখায় উপহার ঝুলিয়ে রাখে সান্টা ক্লজ। লকডাউনের সময়েও তেমনই উপহার খুঁজে পাবেন ওই গাছের সবুজ পাতার আড়ালে। রঙবেরঙের মাস্ক ঝুলছে সেখানে। সান্টার উপহার? হয়তো তাই। সেই সান্টাও থাকেন শহরের বুকেই। আইওয়া শহরের এক মহিলা নাগরিক দেব সিগিন এই উপহার সাজিয়ে রেখেছেন তাঁর প্রতিবেশীদের জন্য।

করোনা ভাইরাসের সংক্রমণ ও মহামারী পরিস্থিতির মধ্যেই অক্লান্ত পরিশ্রম করে যেতে হচ্ছে অসংখ্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীকে। তবে তাঁদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় সামগ্রী প্রায় অপ্রতুল। এমনকি সামান্য মাস্কের জোগানও প্রয়োজনের তুলনায় অনেক কম। এমন পরিস্থিতিতে এগিয়ে এসেছেন অনেক নাগরিক। তাঁদেরই একজন দেব সিগিন। নিজের হাতে তৈরি মাস্ক তিনি রেখে আসছেন গাছের ডালে। সেখান থেকে যে কেউ তাঁর প্রয়োজন মতো তা সংগ্রহ করে নিতে পারেন।

মহামারী পরিস্থিতিতে প্রতিবেশী অনেককেই মাস্ক ছাড়া দেখছিলেন সিগিন। বাজারেও মাস্কের জোগান যথেষ্ট কম। তাই নিজের হাতে মাস্ক তৈরির সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। প্রথমে লক্ষ্য ছিল ১০০ মাস্ক তৈরি করার। কিন্তু তাঁর এই উদ্যোগের চাহিদা এতটাই বেশি, যে ইতিমধ্যে ২০০ মাস্ক তৈরি করে ফেলেছেন তিনি। আর এর পরেও এই কাজকে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর সিগিন। তাঁর তৈরি মাস্ক যেমন প্রতিবেশী নাগরিকদের প্রয়োজনে এসেছে; তেমনই অনেক চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং দমকল কর্মীও এই মাস্ক সংগ্রহ করছেন। মানুষের প্রয়োজনে সাহায্য করতে পেরে খুশি সিগিন নিজেও। আর এভাবেই প্রত্যেকের ছোট ছোট উদ্যোগই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের হাতিয়ার হয়ে উঠছে।