বোতলের মুখে ফিল্টার, জল খেয়ে শরীর খারাপের চিন্তা শেষ

বেড়াতে গিয়ে বাইরের জল সহ্য না হওয়ার কারণে প্ল্যান ভেস্তে যায় অনেকেরই। কিংবা ধরুন হঠাৎ তেষ্টা পেল, সঙ্গে জল নেই, স্বাস্থ্যের ভয়ে খেতেও পারছেন না যেখান-সেখান থেকে। এহেন পরিস্থিতি এড়াতেই ইঞ্জিনিয়ারিং ছাত্র নীলরঞ্জন কারাগি’র অভিনব অবিষ্কার।

নীলরঞ্জন তৈরি করেছেন একটি ফিল্টার, যার সাহায্যে জলে থাকা ৯৯.৯% জীবাণু অপসারণ করা যাবে। একই সঙ্গে দূর হবে জলে উপস্থিত ক্লোরিনও। প্রায় ৩০০ লিটার জল বিশুদ্ধ করা যায় একেকটি ফিল্টারের সাহায্যে। খুব সহজেই বোতলের ছিপির জায়গায় ফিল্টারটি লাগিয়ে, পরিষ্কার জল খাওয়া যাবে। বাজারে সচরাচর প্রচলিত যে-কোনো বোতলেই এঁটে যাবে এই ফিল্টারটির। নাম দেওয়া হয়েছে ‘নিরনল’।

প্রতিটি ফিল্টারের দাম মাত্র ৯৯ টাকা। তবে কিনতে হবে ৩টের প্যাক, অর্থাৎ ২৯৭ টাকা দিয়েই। ব্যবহার শুরু করার পরবর্তী ৬০ দিন সবচেয়ে ভালো কাজ করবে এটি। তারপর আস্তে আস্তে কমে আসবে কার্যক্ষমতা।