রান্নার তেলে ছুটবে গাড়ি, পরিবেশ বান্ধব নতুন প্রযুক্তি ভারতে

একবার রান্না করার পর সেই তেলে জমা হয় বিভিন্ন ভারী ধাতু। খাওয়ার উপযুক্ত থাকে না। এমনকি মাটিতে ফেললে মাটির অনুজীবদের নানা ক্ষতি হতে পারে। কিন্তু এই বর্জ্য তেলকে কোনো বিকল্প পদ্ধতিতে ব্যবহারের কথা ভেবেছেন কি কেউ? আচ্ছা, এই তেল থেকেই যদি গাড়ি চালানো যায়!

অবাক হচ্ছেন? অবাক হওয়ারই কথা। রান্না করা তেল থেকে চলবে গাড়ি। এমনই অভিনব প্রযুক্তি নিয়ে এসেছে ইন্ডিয়ান অয়েল করপোরেশন। আর কিছুদিনের মধ্যেই কাজ শুরু করবে কোম্পানির নতুন উদ্যোগ রিপারপাস ইউজড কুকিং অয়েল বা সংক্ষেপে রুকো। এমনটাই জানাচ্ছেন কোম্পানির কর্ণধার ডি এল প্রমোধ।

আরও পড়ুন
পেট্রোলের বিকল্প সমুদ্র-শৈবাল, পরিবেশ দূষণ কমাতে নতুন জ্বালানির হদিশ

ইতিমধ্যেই এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছে কর্নাটকের বেশ কিছু রেস্টুরেন্ট। খুব তাড়াতাড়ি দেশের নানা প্রান্তের হোটেল ও রেস্টুরেন্ট থেকে তেল সংগ্রহ করবে কোম্পানি। তারপর সেই তেল প্রক্রিয়াকরণ করে বাজারজাত করা হবে বায়োডিজেল। জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসাবে এই জ্বালানি ব্যবহার করা যাবে। এবং পরিবেশবান্ধব এই জ্বালানির কর্মক্ষমতাও কম নয় বলে জানাচ্ছেন উদ্যোক্তারা।

পরিবেশ বাঁচাতে জীবাশ্ম জ্বালানির নানা বিকল্প খুঁজছেন বিজ্ঞানীরা। সেখানে প্রতিদিনের ফেলে দেওয়া তেল থেকে এমন আবিষ্কার, আলোচনার দাবি রাখে বইকি! অদূর ভবিষ্যতে এটাই যে অন্যতম বিকল্প হয়ে উঠবে না, তাই বা কে বলতে পারে!