উপন্যাসের ভিলেনের নামে নাম প্রজাপতির!

সরন (Sauron)। নামটা শোনামাত্রই চোখের সামনে ভেসে ওঠে এক বীভৎস মুখের ছবি। লৌহবর্মে ঢাকা মানুষের মুখাবয়ব। ‘লর্ড অফ দ্য রিংস’-ভক্তদের (Lord Of The Rings) আলাদা করে এই চরিত্রটির পরিচয় দেওয়ার প্রয়োজন নেই কোনো। জন রোনাল্ড টলকিয়েনের কালজয়ী উপন্যাসের অন্যতম খলনায়ক সরন। প্রতীক অশুভ শক্তির। কিন্তু এবার এই ভয়ঙ্কর চরিত্রটির নামেই নামকরণ করা হল বিশ্বের সবচেয়ে ‘সুন্দর’ প্রাণীর।

হ্যাঁ, ঠিকই ধরেছেন প্রজাপতি (Butterfly)। সম্প্রতি লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের পক্ষ থেকে প্রকাশ করা হয় সদ্য-আবিষ্কৃত দুটি প্রজাতির প্রজাপতির নামকরণ করা হয়েছে ‘লর্ড অফ দ্য রিং’-এর ভিলেন, ডার্কলর্ড সরনের নামে। ‘সরনা ট্রাইঅ্যাঙ্গুলার’ এবং ‘সরনা অরিগেরা’— এই দুই প্রজাতির প্রজাপতির নামকরণের নেপথ্যে রয়েছেন ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের কিউরেটর ডঃ ব্লাঙ্কা হিউরেটাস। কিন্তু প্রজাপতির নামকরণের জন্য হঠাৎ করে কেন বেছে নেওয়া হল ‘সরন’-কে?

পিছিয়ে যেতে হবে এক দশক। ‘ইউপটিচিনা’ উপজাতির প্রজাপতিদের গতিবিধি, জীবনযাপন এবং জিনেটিক বিশেষত্ব অধ্যয়নের জন্য বিশ্বের ৩০ জন এন্টোমোলজিস্টদের নিয়ে গড়ে তোলা হয়েছিল একটি বিশেষ দল। বিশ্বজুড়ে প্রায় ৪০০টিরও বেশি প্রজাতির ‘ইউপটিচিনা’ গোত্রের প্রজাপতিদের চারিত্রিক বিশ্লেষণ করেন তাঁরা। তৈরি করেন জিনোমের ডেটাবেস। সেই তথ্যভাণ্ডার তৈরি করতে গিয়েই তাঁদের নজর কাড়ে দুটি বিরল এবং সম্পূর্ণ নতুন প্রজাতির প্রজাপতি। ইতিপূর্বের কোনো গবেষণাতেই উল্লেখিত নেই যাদের কথা। 

দুটি প্রজাতির বেশ কিছু চারিত্রিক বৈশিষ্ট্যের মিল থাকায় তাদের জন্য পৃথক গণ তৈরির সিদ্ধান্ত নেন ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম তথা সংশ্লিষ্ট প্রকল্পের কিউরেটর ডঃ ব্লাঙ্কা হিউরেটাস। দুটি প্রজাতির ক্ষেত্রেই ডানার ওপর কালো বৃত্তাকার চিহ্ন থাকার কারণে ‘লর্ড অফ দ্য রিং’-এর প্রসঙ্গ মাথায় আসে তাঁর। বেছে নেন ‘ভিলেন’ সরন-এর নাম। তাঁর অভিমত, এই নাম পরবর্তীতে গবেষকদের আরও বেশি করে উদ্বুদ্ধ করবে বিরল এই প্রজাতিটিকে নিয়ে গবেষণার জন্য। পাশাপাশি ‘সরনা’-খ্যাত এই গণ বা জেনাসে পরবর্তীকালে আরও নতুন নতুন প্রজাপতির প্রজাতি আশ্রয় পেতে পারে বলেই জানাচ্ছেন ব্লাঙ্কা। 

সম্প্রতি ‘সিস্টেম্যাটিক এন্টোমোলজি’ বিজ্ঞান পত্রিকায় প্রকাশিত হয়েছে সংশ্লিষ্ট গবেষণাপত্রটি। তবে মজার বিষয় হল, প্রাণীর নামকরণের ক্ষেত্রে এই প্রথম নয়, বরং বহু আগেই জায়গা করে নিয়েছিল ‘লর্ড অফ দ্য রিংস’-এর চরিত্র সরন। ইতিপূর্বে গুবরে পোকা, ব্যাঙ, এমনকি একটি ডাইনোসরের প্রজাতির নামকরণ করা হয়েছে সরনের নামে। 

Powered by Froala Editor