পরপর দুটি ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর-পূর্ব ভারতের পাঁচ রাজ্য, কেন্দ্র মণিপুর

একবার নয়। ১৩ মিনিটের মধ্যে পরপর দুটি ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর-পূর্ব ভারত। ভূমিকম্পের কেন্দ্রস্থল মণিপুর হলেও এই কম্পন অনুভূত হয় উত্তরপূর্বের আসাম, মেঘালয়, মিজোরাম ও নাগাল্যান্ড এই ৪টি রাজ্যে। সোমবার সন্ধেবেলায় মণিপুরের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানাল এই ভূমিকম্পের সংবাদ।


এদিন সন্ধে ৮টা ১২ মিনিটে প্রথম কম্পনের কেন্দ্রবিন্দু ছিল মণিপুরের উত্তর-পশ্চিমের বিষ্ণুপুর জেলার মৈরাং শহরে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৫। ঠিক এর মিনিট তেরো পরেই দ্বিতীয় ভূমিকম্পে কেঁপে ওঠে মণিপুরের মাটি। যদিও এই কম্পনের মাত্রা ছিল অনেকটাই কম ছিল, রিখটার স্কেলে ২.২। তবে দ্বিতীয় কম্পনটির কেন্দ্র ছিল মৈরাংয়ের ২০ কিলোমিটার উত্ত-পশ্চিমে। 


একের পর এক দুর্যোগে জেরবার ২০২০। করোনার সংক্রমণ, গ্যাস দুর্ঘটনা, একাধিক বাস ও রেলে দুর্ঘটনায় পরিযায়ী শ্রমিকদের মৃত্যু, ঘূর্ণিঝড়ের তাণ্ডব— এ বছর বাদ যায়নি কিছুই। এবার সেই তালিকায় যোগ হল ভূমিকম্পও। তবে এখনধ পর্যন্ত ভূমিকম্পের জন্য কোনো ক্ষয়ক্ষতির কিংবা হতাহতের সংবাদ পাওয়া যায়নি। তবে এই ঘটনায় অধিবাসীদের মধ্যে যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, তা বলাই বাহুল্য।

Powered by Froala Editor