এশিয়া সেরার তালিকায় দুই বাঙালি, চমক ফোর্বস ম্যাগাজিনে

তাঁরা সমাজ বদলের ভাবনা দিয়েছেন। নিজেদের মতো করে প্রচলিত ধ্যান-ধারণায় বদল আনতে চেয়েছিলেন। কাজের জায়গায় সেটা করেওছেন। আর তারই স্বীকৃতি মিলল ফোর্বসের তরফ থেকে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই ম্যাগাজিনে সম্প্রতি প্রকাশ করা হল এশিয়ার সেরা ‘ইয়ং অ্যাচিভার্স’দের নাম। এঁদের প্রত্যেকের বয়সই ৩০-এর নিচে। সেখানেই জায়গা করে নিয়েছেন দুই বাঙালি নারী। নিজের নিজের জায়গায় তাঁদের কাজই উঠে এল এখানে।

আরও পড়ুন
ট্রাকের গায়ে ফুটে উঠছে নারীমুক্তির স্বপ্ন, রং-তুলিতেই ‘স্বাধীনতা’র খোঁজ পাকিস্তানে

রাবা খান এবং ইশরাত করিম। বাংলাদেশের এই দুই তরুণী বাঙালিই জায়গা পেয়েছেন এই আন্তর্জাতিক তালিকায়। রাবা খান বাংলাদেশের একজন ইউটিউবার। বলা ভালো, সেখানকার প্রথম মহিলা ইউটিউবার। নিজের হিউমার, কৌতুক দিয়ে দর্শকদের মাতিয়ে রাখেন তিনি। এছাড়াও তিনি একজন উদ্যোগপতিও। গোঁড়া সমাজব্যবস্থাকে ভেঙে তিনি নিজের কাজে এগিয়ে গেছেন। অন্যদিকে ইশরাত করিম একজন সমাজকর্মী। বিদেশেই বড়ো হয়েছিলেন তিনি; সেখান থেকেই যাবতীয় পড়াশোনা। পরে দেশে ফিরে এসে নারী ও শিশুদের জন্য কাজ শুরু করেন। তৈরি করেন নিজের সংস্থা, ‘আমাল ফাউন্ডেশন’। সমাজে নারীদের ওপর কোনোরকম অত্যাচার, অবমাননা যাতে না হয়, সেটা লক্ষ্য করা ও প্রয়োজনে ব্যবস্থা নেওয়া এই স্বেচ্ছাসেবী সংস্থার কাজ। এখান থেকেই তাঁদের নানারকম সুযোগ সুবিধা দেওয়ারও চেষ্টা করা হয়।

আরও পড়ুন
ঘরের যুদ্ধ সামলে বাইরেও সেরা, পাঁচ বিশিষ্ট নারীর ‘আগল ভাঙার’ গল্প উঠে এল ট্রাইব ক্যাফেতে

এই কাজের জন্যই দুইজনই জায়গা করে নিয়েছে ফোর্বসের এশিয়া সেরার তালিকায়। এছাড়াও ভারত থেকেও বেশ কয়েকজন জায়গা করে নিয়েছে এখানে। তালিকায় আছে বিশ্ববিখ্যাত সিনেমা ‘প্যারাসাইট’-এর অভিনেত্রী সো-ডাম পার্কের নামও। এমন স্বর্ণখচিত মঞ্চেই শোনা গেল বাঙালি নারীদের বাঁধ ভাঙার গল্প।