বাতিল কাগজ থেকেই জন্মাবে গাছ, অভিনব কীর্তি বঙ্গসন্তানের

শীত আস্তে আস্তে জাঁকিয়ে আসছে। আর ততই বাড়ছে বিয়ের নেমন্তন্ন। সেইজন্য বাড়িতেও বেশ ভালো পরিমাণে আমন্ত্রণ পত্র জমেছে। একটা সময় সেগুলোর প্রয়োজন ফুরোলে, স্বাভাবিকভাবেই ফেলে দেন অনেকে। কিন্তু যদি দেখেন, আপনার ফেলে দেওয়া আমন্ত্রণ পত্র থেকেই গজিয়ে উঠছে গাছ! প্লাস্টিকের নয়, একেবারে আসল, সালোকসংশ্লেষ করা গাছ।

না, কোনও ভূতুড়ে কাহিনি নয়। এমনই কাণ্ড ঘটিয়েছেন মাহবুব সুমন। তিনি এবং তাঁর টিম ‘শালবৃক্ষ’ তৈরি করেছে এমনই একটি ভেষজ কাগজ। যার নাম ‘বনকাগজ’। শুধু বিয়ের আমন্ত্রণ পত্রই নয়, নানা কাজে ব্যবহার করতে পারবেন একে। আর ব্যবহার হয়ে গেলে যখন ফেলে দেবেন, তখন সেখান থেকেই উঠবে নতুন চারাগাছ।

আসলে রহস্য লুকিয়ে আছে কাগজের ভেতরেই। বনকাগজের মধ্যে রয়েছে অন্তত ৮ রকমের সবজি ও ফলের বীজ। এছাড়াও রয়েছে ৩ রকমের ফুলের বীজ। আস্ত হোক বা ছেঁড়া— কাগজটা ফেলে দিলেই হল। তবে যেখানে ফেলা হল, সেটা যদি আর্দ্র এবং ভেজা জায়গা হয়, তাহলে তাড়াতাড়ি গাছ ওঠে। নাহলে, কাগজটাকে একবার একটু ভিজিয়ে নিয়ে ফেলে দিলেই কেল্লা ফতে। পরিবেশ দূষণের হাত থেকেও রেহাই পাওয়া গেল, আবার বৃক্ষরোপণও হল।

প্রসঙ্গত, কাগজের ভেতরে বীজ পুরে দেওয়ার এই কনসেপ্ট বেশ কিছু দেশে প্রচলিত। তবে একসঙ্গে ১১টি বীজ দেওয়াটা মাহবুবই করে দেখালেন। তাঁর এই কাজ যাতে আরও সাফল্যের মুখ দেখে, এখন সেটাই কাম্য।

ঋণ - be.bangla.report