ভারত থেকে হারিয়ে গেল আরও তিনটি প্রাণী

সম্প্রতি দিল্লিতে হয়ে যাওয়া রাষ্ট্রপুঞ্জের একটি সভায় ভারতীয় চিতা, পিঙ্ক হেডেড ডাক এবং গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড— এই তিনটে প্রাণীকে ভারত থেকে লুপ্ত বলে ঘোষণা করা হল। প্রাথমিক কারণ হিসেবে অতিরিক্ত মাত্রায় অরণ্যনিধনকেই দায়ী করা হয়েছে। সেই সঙ্গে বাড়ছে মরুকরণ। অর্থাৎ গাছ না থাকার দরুন একদম শুখা হয়ে পড়ছে অঞ্চলগুলো। যার প্রভাব পড়ছে প্রাণীদের ওপর।

রাষ্ট্রপুঞ্জের এই সাম্প্রতিক ঘোষণা স্বীকারও করে নিয়েছে জুলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া। সেখানকার কর্তৃপক্ষের মতে, তাঁদের সমীক্ষায় এই বিপদের আঁচ পাওয়া গিয়েছিল। একটা-দুটো বছর নয়, এই পরিবর্তন চলেছে গত ১০০ বছর ধরে। যে প্রাণীগুলো লুপ্ত হয়ে গেল, শুধু সেগুলোই নয়। আরও বেশ কিছু প্রজাতি খাদের ধারে দাঁড়িয়ে রয়েছে। বাঘ সংরক্ষণের পাশাপাশি অন্যান্য প্রাণীদেরও সংরক্ষণ প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তার থেকেও আগে প্রয়োজন সরকারের সক্রিয়তার। সেই সঙ্গে প্রয়োজন সচেতনতার। নয়ত এইরকম আরও ভয়ংকর খবরের জন্য আমাদের অপেক্ষা করে থাকতে হবে।