ফেব্রুয়ারিতে দৈনিক এক লক্ষ মানুষ আক্রান্ত হবেন করোনায়, রিপোর্টে বাড়ছে আশঙ্কা

যত দিন যাচ্ছে, ভারতে করোনা সংক্রমণের গ্রাফ ততই বাড়ছে। নতুন করে কড়াকড়ি শুরু হয়েছে বেশ কিছু জায়গায়। চলছে ভ্যাকসিন তৈরির কাজও। এরই মধ্যে আরও বড়ো আশঙ্কার ছবি দেখাল একটি আন্তর্জাতিক গবেষণা। বিশ্বের অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অফ টেকনোলজি বা এমআইটি’র সাম্প্রতিক গবেষণা অনুযায়ী, ভ্যাকসিন না বেরোলে ভারতে করোনা সংক্রমণ সমস্ত সীমা ছাড়িয়ে যাবে। এরকম চলতে থাকলে আগামী বছরের ফেব্রুয়ারিতে একদিনে আক্রান্তের সংখ্যা লাখের অঙ্ক পেরোবে!


কী হারে করোনা পরীক্ষা হচ্ছে, কত জন এখন আক্রান্ত হচ্ছে ইত্যাদি বেশ কিছু ব্যাপার মাথায় রেখে এই সমীক্ষা করা হয়েছে। কেবল ভারতেই নয়, বিশ্বের ৮৪টি দেশে এই সমীক্ষা চালিয়েছে এমআইটি। তারই ফলাফল সামনে আনা হয়েছে। গবেষণা অনুযায়ী, যদি টিকা না বেরোয় তবে ভারতের করোনা পরিস্থিতি বিশ্বের সব দেশকে ছাড়িয়ে যাবে। এমনকি আগামী বছরের ফেব্রুয়ারিতে দৈনিক আক্রান্তের সংখ্যা পৌঁছে যেতে পারে তিন লাখের দোরগোড়ায়, এমনটাই দাবি গবেষকদের। আমেরিকাকে সরিয়ে এক নম্বরেও চলে আসতে পারে এই দেশ। আর গোটা বিশ্বে আক্রান্তের সংখ্যা সেই সময় ২০ কোটি ছাড়াবে!  


ইতিমধ্যেই একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ২০ হাজারের কোঠা পেরোচ্ছে প্রায় প্রতিদিন। রাশিয়াকে সরিয়ে তিন নম্বরে চলে এসেছে ভারত। সুস্থ হওয়ার সংখ্যা বাড়লেও, উল্টোদিকে আক্রান্তের সংখ্যাও বাড়ছে হুহু করে। এরই মধ্যে এমন সমীক্ষা সাধারণের চিন্তা বাড়িয়ে দিচ্ছে। এমআইটি’র গবেষকরা আরও বলছেন, গোটা বিশ্বেই করোনার তথ্যে ঘাটতি রয়েছে। আর ভারতের ক্ষেত্রে যত বেশি পরীক্ষা করা হবে, ততই তাড়াতাড়ি পরিস্থিতি স্বাভাবিক হবে। সেইসঙ্গে ভ্যাকসিন আসাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এখনই এই তথ্যে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন না দেশের বেশ কিছু চিকিৎসক। তাঁদের মতে, আগের থেকে পরীক্ষার সংখ্যা বেড়েছে। ভবিষ্যতে আরও বাড়বে। এই ধরণের খবরে আতঙ্ক আরও বাড়তে পারে। কিন্তু রাস্তাঘাটের যে ছবি আমাদের সামনে উঠে আসছে, আর যে পরিমাণে কনটেনমেন্ট জোনের সংখ্যা বেড়ে যাচ্ছে, তাতে বিপদ যে বাড়ছে তা বলাই যায়।

Powered by Froala Editor

আরও পড়ুন
ক্রমশ বাড়ছে করোনার দাপট, তার মধ্যেও সাও পাওলো খুলে দিল ব্রাজিল প্রশাসন