ভারতে করোনা সংক্রমণ ছাড়াল দুই লক্ষ, এর শেষ কোথায়?

লকডাউন শিথিল হয়েছে ভারতে। কিন্তু করোনা ভাইরাস এখনও তার রুদ্ররূপ ছাড়েনি। বরং আরও মারণ কামড় বসাচ্ছে ভারতে। শেষ পর্যন্ত দেশের করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল দুই লাখের অঙ্ক। এবং এখনই যে এই বেড়ে চলায় ছেদ পড়বে না, সেটাই বারবার মনে করিয়ে দিচ্ছেন চিকিৎসক-বিজ্ঞানীরা।

গতকালের পরিসংখ্যান অনুযায়ী এক লাখ নব্বই হাজার ছাড়িয়ে গিয়েছিল আক্রান্তের সংখ্যা। আর আজ রাতে সেই সংখ্যা বেড়ে দাঁড়াল প্রায় ২ লাখ ২ হাজার ৪০০। আক্রান্তের হিসেবে গোটা পৃথিবীতে সপ্তম স্থানে রয়েছে ভারত। ছাড়িয়ে গেছে চিন, জার্মানি, ফ্রান্স, তুরস্ককে। ভারতের ঠিক ওপরেই রয়েছে ইতালি। সেই ইতালি, যা একটা সময় করোনা আক্রমণে ছারখার হয়ে গিয়েছিল। চিকিৎসকদের আশঙ্কা, এইভাবে বাড়তে থাকলে ইতালিকে ছাড়াতেও সময় লাগবে না। মৃতের সংখ্যাও এই মুহূর্তে ৫,৬৫০ জন। পাশাপাশি সুস্থ হয়েছেন প্রায় ৯৭ হাজার মানুষ। 

ভারতের পাশাপাশি আমাদের রাজ্যেও করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে ৬,১৬৮ জন মানুষ করোনায় আক্রান্ত। মারা গেছেন ৩৩৫ জন। এখনও মহারাষ্ট্র এই সারণিতে প্রথম স্থানে রয়েছে। সেখানে ৭০ হাজার ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা। সব মিলিয়ে পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে, তা বলাই যায়। তারই মধ্যে লকডাউন শিথিল করা হয়েছে। সব জায়গায় অফিস খুলছে, যানবাহন বেরোচ্ছে রাস্তায়। মানুষরাও বেরিয়ে পড়েছেন। এদিকে আক্রান্তের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে প্রতিদিন। কনটেনমেন্ট জোনে কড়াকড়ি খাতায় কলমে থাকলেও, সেরকম মানছেন না কেউ। ঠিক কোন পরিস্থিতিতে যেতে চলেছি আমরা? এরপর এমন কালো দিন আরও ঘনিয়ে আসছে। ভারত কোথায় গিয়ে দাঁড়াবে? উত্তর অজানা…

Powered by Froala Editor

More From Author See More