তাপমাত্রা বাড়ছে উত্তর মেরুর, ‘জোম্বি ফায়ার’-এর আশঙ্কা বিজ্ঞানীদের

যত দিন যাচ্ছে, গরম পৃথিবীকে চেপে বসছে। নানা জায়গায় গড় তাপমাত্রা বেড়েছে বেশ কিছুটা, ভারতেও তার রেশ দেখতে পাচ্ছি ভালোরকম। আর মেরু অঞ্চল? না, তাদেরও নিস্তার নেই। বিজ্ঞানীরা বলছেন, উত্তর মেরু অর্থাৎ আর্কটিক অঞ্চলে তাপমাত্রা হঠাৎই অনেকটা বেড়ে যাচ্ছে। যার ফলে আগুন ধরতে পারে সেখানকার বনাঞ্চলে। তবে কয়েক ধাপ এগিয়ে বিজ্ঞানীদের আশঙ্কা, এই সমস্ত কিছু ইঙ্গিত দিচ্ছে ‘জোম্বি ফায়ার’-এর।


যারা হলিউড সিনেমার ভক্ত, তাঁরা এই ‘জোম্বি’ শব্দটির সঙ্গে পরিচিত। নানা সিনেমা, কাহিনি, ভিডিও গেমে ফিরে এসেছে এমন ভয়ংকর অ্যাডভেঞ্চার। তবে ‘জোম্বি ফায়ার’ মোটেও রোমাঞ্চকর নয়। বরং তা পৃথিবীর জন্য বিপজ্জনক। ভু-বিজ্ঞানীরা বলছেন, অত্যাধিক গরমে বন জঙ্গল পুড়ে যাওয়ার ঘটনার কথা আমরা জানি। সহজ ভাষায় যাকে ‘দাবানল’ বলে। বেশ কিছু ক্ষেত্রে দেখলে মনে হবে আগুন নিভে গেছে; কিন্তু ভেতরে ভেতরে তখনও পুড়ে চলেছে বন। অনেক সময় সেই শিখা মাটির নিচেও চলে যায়। ফলে খালি চোখে দেখা না গেলেও আগুনের উপস্থিতি থাকে। সবচেয়ে চিন্তার, রোদ-শীত কিছুতেই এই আগুন নেভে না। এই অবস্থাই হল ‘জোম্বি ফায়ার’। 


ঠিক এই পরিস্থিতিই দেখা দিয়েছে আর্কটিক অঞ্চলে। স্যাটেলাইট ইমেজে তাপমাত্রার ব্যাপক বৃদ্ধির আভাস তো পাওয়া গেছেই; সেইসঙ্গে কিছু জায়গায় আগুন ধরার মতো পরিস্থিতিও তৈরি হয়েছে। এখানেই প্রমাদ গুনেছেন বিজ্ঞানীরা। তাঁদের মতে, এসব জোম্বি ফায়ারের লক্ষণ হতে পারে। হয়ত ভেতরে ভেতরে শুরুও হয়ে গেছে। একবার যদি সেটা শুরু হয়, পরিবেশ দূষণের মাত্রা বেড়ে যাবে অনেক। কয়েক মিলিয়ন টন কার্বন-ডাই অক্সাইড নির্গত হতে পারে। আবারও যাতে এই জোম্বি ফায়ার না তৈরি হয়, সেই দিকেই খেয়াল রাখছেন বিজ্ঞানীরা। তবে ক্রমবর্ধমান পরিবেশ দূষণ ও বিশ্ব উষ্ণায়ন সেই অবস্থা কতটা রাখতে দেবে, সেটাই চিন্তার। 

Powered by Froala Editor

More From Author See More

Latest News See More