আবর্জনা ফেলে এলে ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে আপনাকেই, জানাল থাইল্যান্ড সরকার

বাই বাই বললেই এবার আর ছেড়ে দেবে না ব্যাঙ্কক। চলে আসার আগে খুঁজে দেখবেন সেখানে কোনো আবর্জনা ফেলে আসছেন কিনা। নাহলে ছুটি কাটিয়ে বাড়ি ফেরার পর ডাকযোগে একটা পার্সেল পাওয়া অসম্ভব নয়। সেই পার্সেলের মধ্যে থাকতে পারে আপনার ফেলে আসা কোল্ড ড্রিংক্স-এর ক্যান বা চিপসের প্যাকেট অথবা এরকম কোনো আবর্জনা। হ্যাঁ, পরিবেশ সুরক্ষার জন্য ঠিক এরকম পদক্ষেপই নিতে চলেছে থাইল্যান্ড সরকার।

সম্প্রতি থাইল্যান্ডের পরিবেশ বিষয়ক মন্ত্রী ভারায়ুত শিল্পা-আরচা জানিয়েছেন, অনেক পর্যটক প্রাকৃতিক দৃশ্য দেখতে ভিড় জমান কিন্তু তার সুরক্ষার বিষয়ে সচেতন নন। তাঁদের এই ব্যাপারে সচেতন করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যাঙ্ককের নিকটবর্তী জনপ্রিয় খাও ইয়াই জাতীয় উদ্যান কর্তৃপক্ষ ইতিমধ্যে এই ব্যবস্থা নিয়েছে। তাদের প্রস্তুত করা পার্সেলের ছবিও সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন পরিবেশ মন্ত্রী। সেই পার্সেলের উপরে স্পষ্ট ইংরেজিতে লেখা, ‘আপনি এই জিনিসগুলি খাও ইয়াই জাতীয় পার্কে ফেলে রেখে গেছেন।’ এখানেই শেষ নয়। থাই প্রশাসনের খাতায় তাঁকে অপরাধী বলেও চিহ্নিত করা হবে বলে জানিয়েছে সরকার।

পরিবেশ মন্ত্রীর কথায়, প্রাকৃতিক দৃশ্য দেখতে এসে এইসব আবর্জনা ফেলে গেলে তার থেকে বড়ো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এগুলিকে খাবার সামগ্রী মনে করে মুখ দেয় বনের পশুপাখি। এর থেকে তাদের শরীরে নানা অসুখ ছড়িয়ে পড়ে। অনেক চেষ্টা করেও যখন সচেতনতা গড়ে তোলা যায়নি, তখন এই ব্যবস্থাই বেছে নেওয়া হয়েছে। আশা করা যায় এভাবে জাতীয় উদ্যানগুলিকে সুরক্ষিত করতে পারবে থাই প্রশাসন।

Powered by Froala Editor