নিজে সতর্ক হয়ে, শিশুদের ব্যস্ত রাস্তা পার করে দিল কুকুর

কিছু বাচ্চা হাত ধরাধরি করে রাস্তা পার হচ্ছে। কিন্তু রাস্তায় যে গাড়ি ছুটে চলেছে জোরে! হঠাৎ সাদা-কালো ছোপের একটা কুকুর চলে এল। প্রতিবার গাড়ি এলেই ডেকে ডেকে ছুটে যাচ্ছে সেই দিকে। বাচ্চাদের সতর্ক করে দিচ্ছে। যতক্ষণ না বাচ্চারা রাস্তা পার হল, ততক্ষণ কুকুরটি ওদের আগলিয়ে রাখল যেন।

জর্জিয়ার বাটুমির এই ঘটনায় আপ্লুত ছোট থেকে বড় সবাই। সবার মুখে কুরশা, মানে ওই কুকুরটিরই নাম। ঘটনার ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গেছে। সেখানে দেখা যাচ্ছে, কয়েকজন কিন্ডারগার্টেনের বাচ্চা রাস্তা একসঙ্গে পেরোচ্ছে। তাদের সামনে একজন প্রাপ্তবয়স্কও আছেন। তিনিই তাদের নিয়ে রাস্তার ওপারে যাবেন। কিন্তু দুইপাশ দিয়ে গাড়ি যাচ্ছে জোরে। রাস্তা পেরোনোর সময় হঠাৎই কুরশা, মানে ওই কুকুরটি এসে হাজির হয় সেখানে। যতবারই গাড়ি যাচ্ছে, সে ডেকে সতর্ক করে দিচ্ছে সবাইকে। শুধু তাই নয়, গাড়ির দিকে তেড়েও যাচ্ছে। ঠিক যেন একজন রক্ষী! যতক্ষণ না ওরা রাস্তা পার হল, ততক্ষণ সে সেখানেই রইল।

অনেক সময়ই রাস্তা পেরোনোর সময় আমরা অসতর্ক হই। বিশেষ করে বাচ্চারা অন্যমনস্ক হয়ে গিয়ে দুর্ঘটনা ঘটায়। পথচারীর পাশাপাশি গাড়ির চালককেও এই বিষয়ে সতর্ক হতে হয়। মানুষের তৈরি করা ট্রাফিক আইন কী, সেটা কুরশা জানে না। কিন্তু রাস্তা পেরোনোর সময় সতর্ক করার কাজটি করে গেছে সে। কাউকে বলতে হয়নি সেটা। এরকম সচেতন যদি আমরাও হই, তাহলে সবথেকে বেশি কাজ হবে।