ভারতের প্রথম আদিবাসী উপাধ্যক্ষা সোনাঝারিয়া মিনজ্‌, ইতিহাসের সাক্ষী ঝাড়খণ্ডের বিশ্ববিদ্যালয়

ঝাড়খণ্ডের সিধো-কানহো-মুর্মু বিশ্ববিদ্যালয়ে উপাধ্যক্ষা হিসাবে নিযুক্ত হলেন অধ্যাপিকা সোনাঝারিয়া মিনজ্‌। স্বাধীন ভারতের ইতিহাসে এই প্রথম কোনো আদিবাসী মহিলা উপাধ্যক্ষা হিসেবে নিযুক্ত হলেন।


জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়েরই প্রাক্তন ছাত্রী সোনাঝারিয়া মিনজ্‌। গণিতে স্নাতকোত্তর পড়াশোনা করেছিলেন চেন্নাইয়ের মাদ্রাস ক্রিশ্চিয়ান কলেজে। তারপর আবার দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকেই পি.এইচ.ডি. এবং এম.ফিল. করেন কম্পিউটার সায়েন্সের। 


ঝাড়খণ্ডের রাজ্যপাল ও সিধো-কানহো-মুর্মু বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষা দ্রৌপদী মুর্মু আজ বিশ্ববিদ্যালয়ের উপাধ্যক্ষের দায়িত্ব তুলে দেন তাঁর হাতে। এর আগে তিনি দীর্ঘদিন অধ্যাপনা করেছেন দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে। অধ্যাপিকা হিসাবে নিযুক্ত ছিলেন কম্পিউটার এন্ড সিস্টেম সায়েন্স বিভাগে। অধ্যাপনার পাশাপাশিই এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সদস্যা ছিলেন তিনি। ছাত্র-ছাত্রীদের সঙ্গে কাঁধ মিলিয়েই সক্রিয়ভাবে সরব হয়েছিলেন একাধিক প্রতিবাদে।


ঝাড়খণ্ডের একাধিক অঞ্চলে সাঁওতাল, মুর্মু ইত্যাদি উপজাতির বসবাস হলেও, রাজ্যের সব স্তরেই বৈষম্যের শিকার হন অনেকেই। আদিবাসী অধিকার নিয়ে বারবার সরব হয়েছেন ঝাড়খণ্ডের মানুষ। বিশ্ববিদ্যালয়ের উপাধ্যক্ষা হিসাবে সোনা ঝারিয়া মিনজের ভারগ্রহণ এই বৈষম্যের বিরুদ্ধেই যেন জয় এনে দিল। 

Powered by Froala Editor