বিশ্বের ক্ষুদ্রতম পুরুষ তিনি, চলে গেলেন মাত্র ২৭ বছর বয়সেই

বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। আর লড়াইটা পারলেন না। হার মানলেন খগেন্দ্র থাপার মাগার। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বিশ্বের সবথেকে ক্ষুদ্র পুরুষ চলে গেলেন মাত্র ২৭ বছর বয়সে।

নেপালেই বেড়ে ওঠা খগেন্দ্র’র। আর সেখানেই মারা গেলেন তিনি। যে অস্বাভাবিকতা নিয়ে জন্মেছিলেন, সেটাই তাঁকে গোটা বিশ্বের কাছে পরিচিতি দিয়েছিল। খগেন্দ্র’র উচ্চতা ছিল ২ ফুট ২.৪১ ইঞ্চি। এই উচ্চতার জন্য অনেক কথাও হয়তো শুনতে হত তাঁকে। কিন্তু এই খর্বতার জন্যই ২০১০ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা পেয়েছিলেন তিনি। তখন থেকেই বিশ্বের ক্ষুদ্রতম পুরুষ তিনি।

এই সম্মানের পর বিশ্বের নানা জায়গায় গিয়েছেন তিনি। নেপালের পর্যটনের অন্যতম মুখও ছিলেন। কিন্তু শরীরও ভেঙে পড়ছিল ক্রমশ। প্রায়শই নিউমোনিয়ায় ভুগতেন তিনি। সেই রোগই তাঁর প্রাণ কেড়ে নিল, তাও মাত্র ২৭ বছর বয়সে।

প্রতি মানুষেরই কিছু দুর্বলতা থাকে। সে শারীরিকই হোক, বা অন্য কিছু। কিন্তু তাকে জয় করেও যে সাফল্য পাওয়া যায়, সেই কথাটাই প্রমাণ করেছিলেন নেপালের খগেন্দ্র থাপার মাগার। আজ নিউমোনিয়া তাঁকে নিয়ে গেল চিরদিনের জন্য। কিন্তু তাঁর এই ‘ছোটো’ জীবন দেখে একজনও যদি অনুপ্রাণিত হন, সেটাই হবে সার্থকতা।