বিপর্যয় মোকাবিলায় এবার শিখরা, আর্তদের কাছে পৌঁছে দিচ্ছেন ত্রাণ

নানা সময় নানাভাবে মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন শিখরা। গরমের সময় রাস্তায় জলসত্রের আয়োজনই হোক, বা রোগের সময় ত্রাণ— সবসময় এগিয়ে আসেন তাঁরা। করোনার এমন দুর্যোগের মুহূর্তেও সেই কর্তব্য থেকে পিছপা হননি। এগিয়ে এলেন আক্রান্তদের সেবায়; যা দেশ পেরিয়ে চলে গেল বিদেশেও।

করোনার বিশ্বজোড়া দুর্যোগের বাজারে, নিউ ইয়র্কে আর্তদের জন্য ৩০ হাজার ভেজ মিলের প্যাকেটের ব্যবস্থা করলেন সেখানকার শিখরা। জানানো হয়েছে, প্রাথমিকভাবে আইসোলেশনে থাকা বিশেষ ভাবে ক্ষমতা সম্পন্ন ব্যক্তি, অসুস্থ, গৃহহীন মানুষদের ক্ষেত্রে ত্রাণ পৌঁছে দেওয়া হবে। এছাড়া ত্রাণ পৌঁছে দেওয়া হবে অভিভাবকদেরও। যাঁরা শিশুদের ছেড়ে বাইরে বেরোতে পারছেন না। সেইসঙ্গে ভারতের রাজধানী দিল্লিতেও এই আয়োজন করা হয়েছে। মঞ্জু কা টিলা’র গুরুদ্বারেও আইসোলেশন সেন্টার তৈরি করা হয়েছে। সেখানে যাতে সুস্থভাবে থাকতে পারে লোকজন, তার সুনিশ্চিত ব্যবস্থা করা হয়েছে।

খাদ্যদ্রব্যের হাইজিনের জন্যও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ত্রাণ হিসেবে ভাত, ডাল, শুকনো ফল ইত্যাদি খাবার পৌঁছে দেওয়া হবে। রবিবার খাদ্যদ্রব্যের প্যাকিং হয়েছে এবং সোমবার থেকেই শুরু হয়ে গেছে বিলি। আমেরিকান গুরুদ্বার সংগঠনের ড. প্রীতপাল সিং জানিয়েছেন, এই দুর্যোগের পরিস্থিতিতে মানবসেবা তাঁদের নৈতিক কর্তব্য। এর আগেই এই কর্তব্যের প্রমাণ পাওয়া গিয়েছিল নানা সময়। এখন, আবারও সেই কাজটি করলেন শিখরা। তৈরি হল এক নজিরও…

More From Author See More