বাংলা ওয়েব সিরিজে প্রথমবার রজত কাপুর, আসছে 'শব্দ জব্দ'

সাম্প্রতিকে বাংলা সিনেমা আর ওয়েব সিরিজে থ্রিলারের ঢল নেমেছে। তাদের মধ্যে কতগুলো প্রকৃত 'থ্রিলার' হয়ে ওঠার যোগ্য, তা অবশ্য বিতর্কসাপেক্ষ। ওয়েব সিরিজের সেই থ্রিলারের তালিকাতেই সংযোজন হতে চলেছে নতুন একটি নাম। ট্রিকস্টারের প্রযোজনায় ও সৌরভ চক্রবর্তীর পরিচালনায়, হইচই অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মে আসছে ‘শব্দ জব্দ’ নামের ওয়েব সিরিজটি। তারই টিজার রিলিজ করল আজ।

এর আগে একাধিক বাংলা সিনেমায় অভিনয় করতে দেখা গেছে রজত কাপুরকে। কিন্তু বাংলা ওয়েব সিরিজে এটাই তাঁর প্রথম অভিনয়। স্বাভাবিকভাবেই তাঁর অভিনয় দেখার জন্য মুখিয়ে আছেন দর্শকরা। শব্দ জব্দের টিজার প্রকাশের পরপরই বেশ সাড়া ফেলেছে। আপাদমস্তক থ্রিলারের গন্ধ মাখানো টিজারে কাহিনির আভাসটুকুই কৌতূহল উস্কে দেওয়ার জন্য যথেষ্ট। একজন লেখক, তাঁর চরিত্ররা, লেখকের চেতন-অবচেতনের মধ্যিখানের বারান্দা জুড়ে খেলা করবে এই গল্প। সাহিত্যের অন্দরমহল কীভাবে জড়িয়ে নেবে লেখকের 'বাস্তব'-কে, কোথায় ওঁত পেতে থাকবে বিশ্বাসঘাতকতা? টিজার উত্তর দেয় না। উত্তর পেতে গেলে 'শব্দ জব্দ' দেখা ছাড়া গতি নেই। টিজার থেকেই স্পষ্ট, টানটান চিত্রনাট্যের সঙ্গে মনস্তাত্ত্বিক গোলকধাঁধাঁর যুগলবন্দি এই থ্রিলারের প্রাণ। ঘটনা কি একটি বাহ্য ব্যাপার মাত্র, নাকি আপাত অঘটিত শব্দজালেও বাঁধা থাকে অপরাধ-রহস্যের জাল? টিজার দেখে কল্পনা বাড়িয়ে নিতে ক্ষতি কী?

রজত কাপুর ছাড়াও এই ওয়েব সিরিজে অভিনয় করছেন পায়েল সরকার, সুব্রত দত্ত, মুমতাজ সরকার, সালোনি পাণ্ডে, কঙ্কনা চক্রবর্তী প্রমুখ। ট্রিকস্টারের প্রজোজনায় সৌরভ চক্রবর্তী এর আগেও দুটি ওয়েব সিরিজ পরিচালনা করেছেন - 'কার্টুন' এবং 'ধানবাদ ব্লুজ'। সেগুলি দর্শকের প্রশংসাও পেয়েছে।

যুক্তি উড়িয়ে দিয়ে লোক চমকানো 'ক্লাইম্যাক্সের' চাতুর্য-মাখা বাঁধা গৎ ভেঙে ধ্রুপদী থ্রিলারের স্বাদ দিতে পারবে 'শব্দ শব্দ'? চিত্রনাট্য মজবুত না হলে রজত কাপুর হয়তো আকৃষ্ট হতেন না। আর টিজার দেখেও আশা জাগছে। অতএব, 'শব্দ জব্দ'-এর জন্য অপেক্ষা করাই যায়।