দেশজোড়া প্রতিবাদেই এল জয়; সম্পূর্ণ ধ্বংসের হাত থেকে বাঁচল বিসমিল্লা খানের বাড়ি

বিখ্যাত সানাইবাদক ও ভারতরত্ন উস্তাদ বিসমিল্লা খানের বেনারসের বাড়ি ভেঙে ফেলার খবর সামনে এসেছিল কয়েকদিন আগেই। তবে সমবেত প্রতিবাদের সুর ঐতিহ্যের মুছে যাওয়াকেই আটকাল শেষমেশ। চাপ ও সমালোচনার মুখে পড়ে সিদ্ধান্ত বদল করল কর্তৃপক্ষ। বন্ধ হল ইতিহাসের ধ্বংস করার কর্মসূচি।

হাদহা সরাইয়ের ওই বাড়িতেই জড়িয়ে ছিল বিসমিল্লার এক অদৃশ্য মায়া। যে বাড়ি ছেড়ে কোনোদিনও অন্য কোথাও যেতে চাননি সুরের জাদুকর। সেই বাড়ি ভেঙেই শুরু হয়েছিল বাণিজ্যিক কমপ্লেক্স নির্মাণের কাজ। পারিবারিক মদতেই ভেঙে ফেলা হয়েছিল দোতলার তাঁর থাকার ঘর। পরিকল্পনা ছিল পুরো বাড়িটিই গুঁড়িয়ে ফেলার। তবে বাধা হয়ে দাঁড়ায় বিভিন্ন সংগঠন। প্রতিবাদ জানিয়েছিলেন তাঁর পালিতা কন্য সোমা ঘোষ এবং কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অশোক রায়। আর তাতেই টনক নড়ল যোগী প্রশাসনের।

বারানসী ডেভেলপমেন্ট অথোরিটি প্রথমে মৌখিক এবং পরে লিখিত নোটিস দিয়ে বন্ধ করে বাড়ি ভাঙার কাজ। বাড়ি ভাঙার ব্যাপারে কেন পৌরসভার থেকে অনুমতি নেওয়া হল না, সে-ব্যাপারেও জানতে চাওয়া হয়েছে পরিবারের সদস্যদের থেকে। সূত্রের খবর সম্পত্তি নিয়ে তাঁর নাতিদের মধ্যে গত কয়েকদিন ধরেই বিবাদ চলছিল। যার জেরে বাড়ি ভেঙে ফেলার সিদ্ধান্তে মদত ছিল পরিবারের অনেকেরই।

তবে ধ্বংসলীলা থামার পরেও প্রতিবাদ বন্ধ হয়নি। সর্বভারতীয় বেশ কয়েকটি সংগঠন দাবি জানিয়েছে, এই বাড়িতেই গড়ে তোলা হোক সানাইয়ের প্রশিক্ষণ কেন্দ্র। বাড়ির একাংশ পরিবারের জন্য পুনর্বাসের করে, বাকি অংশকে মিউজিয়াম হিসাবে ব্যবহার করা হোক চাইছেন তাঁরা...

Powered by Froala Editor

More From Author See More