রোমের কলোসিয়ামের আদলে তৈরি হচ্ছে শিয়ালদা মেট্রো স্টেশন

রোজকার ব্যস্ত অফিস জীবনে সেই একই ট্রেন লাইন, মেট্রো লাইন, বাসের ভেতরে চিৎকার এবং রাস্তার ওপরে মানুষের ধাক্কা একটা সময়ে পৌঁছে বিরক্তিকর হয়ে যায়। এরকম রোজকার জীবনে যদি খানিকটা নতুনত্ব আসে? বেশ ভালো হয়, তাই না? তেমনই পরিকল্পনা রাজ্য সরকারের।

ইস্ট-ওয়েস্ট মেট্রো বিভাগের সেক্টর ৫ থেকে হাওড়া ময়দান অব্দি মেট্রো লাইনে পরে অন্যতম ব্যস্ত স্টেশন শিয়ালদা। শিয়ালদা মেট্রো স্টেশনকেই রোমের কলোসিয়ামের আকার দেবে সরকার। সঙ্গে প্রবেশের জন্য থাকবে ১৮টি এসকালেটর, ৫টি লিফট এবং ৩১টি সিড়ি। ২৮টি টিকিট কাউন্টার এবং ৩টি প্লাটফর্ম থাকবে এই স্টেশনে। প্রসঙ্গত, মাটির ১৬ ফুট নিচে অবস্থান করবে নতুন স্টেশনটি।