মাছের আঁশ থেকেই তৈরি হবে বিদ্যুৎ, চলবে জেনারেটর - তাক লাগানো আবিষ্কার বিজ্ঞানীদের

আপনি বাঙালি। পছন্দ হোক বা না হোক, মাছ আপনাকে খেতে হইয়েছে। মাছ খেতে বসে, আঁশটে গন্ধ লাগার কারণে বিরক্তি জন্মায়? এড়িয়ে চলতে চান এই জলজ প্রাণীটিকে? অথচ শুনলে অবেক হবেন, এই মাছের আশের সাহায্যেই ইলেকট্রিক কারেন্ট তৈরি করেছেন একদল বিজ্ঞানী।  

কীভাবে? তাহলে শুনুন। কোলাজেন দিয়ে তৈরি মাছের আঁশে সামান্য একটু চাপ দিলেই তৈরি হয় কারেন্ট। শুধুমাত্র চাপ না, হালকা যে-কোনো চলাফেরা অথবা হালকা আওয়াজেই কারেন্ট তৈরি করে মাছের আঁশ। এই ব্যাপারটিকেই কাজে লাগিয়েছেন বিজ্ঞানীরা। বিভিন্ন প্রসেসিং প্ল্যান্ট থেকে মাছের আঁশ জোগাড় করে, সেগুলিকে পরিষ্কার, স্বচ্ছ এবং নরম করে ছোট একটি জেনারেটর তৈরি করেছেন তাঁরা। এই জেনারেটরই কারেন্ট সাপ্লাই করবে। পাশাপাশি, যেহেতু হালকা কম্পনেও কারেন্ট তৈরি করে মাছের আঁশ, এই ব্যাপারটিকে কাজে লাগিয়ে ইনসুলিন পাম্প, পেসমেকার হিসেবেও এই প্রযুক্তি ব্যবহার করার কথা ভাবছেন তাঁরা।

এখন, আপনার যদি মাছ নিয়ে ছুঁৎমার্গ না থাকে, কে বলতে পারে, কয়েক দশক পরে এই প্রযুক্তি হয়তো দেখা যাবে আপনার বাড়িতেই!

More From Author See More