আগুনে পুড়ছে ঝাড়গ্রামের কাশ ঝোপ, বিপন্ন বন্যপ্রাণ

প্রকৃতির যা কিছু সুন্দর, শুভ্র, তা নিজের হিতার্থে নষ্ট করতে মানুষের হাত কাঁপে না। সৌন্দর্যের ধ্বংস সাধনে মানুষের  সত্যিই কি কিছু যায়-আসে আজকাল? শরতের শ্বেত শুভ্র মেঘ আর কাশ ফুল দেবীপক্ষের আগমনীর বার্তা নিয়ে আসে যুগ-যুগ ধরে।

কিন্তু ঝাড়গ্রামে এই কাশের ঝোপগুলিতেই আগুন লাগানো হচ্ছে। এতে একদিকে যেমন বিপন্ন হচ্ছে সেই ঝোপে বসবাস করা সাপ, নেকড়ে, বেজি ইত্যাদি প্রাণীরা, এমনি পাখিরাও কম ক্ষতিগ্রস্ত হচ্ছে না। মারা যাচ্ছে ছোট-ছোট উদ্ভিদও। এমনকি কাশ ফুলের রোঁয়া চোখ ও নাকের মাধ্যমে শরীরে প্রবেশ করে মানুষেরও ক্ষতি করছে। জলা জায়গায় সমস্যায় পড়ছে জলজ প্রাণীরা।

রাধানগর অঞ্চলের কেচন্দা বাঁধ ঘিরে যে কাশের ঝোপ আছে, তাতে প্রায় প্রতিদিনই আগুন লাগানো হচ্ছে। বনদফতর থেকে বারবার এর বিরুদ্ধে প্রচার চালানো হলেও ফলাফল শূন্য। পরিবেশ দূষণের ফলে সরব হয়েছিলেন এলাকার মানুষও। এতেও কাজ হয়নি, যদিও ঝাড়গ্রামের জেলা শাসক পুলিশের কাছে নজরদারি চালানোর আবেদন করেছেন। এখন প্রশাসনের হস্তক্ষেপে এই ক্ষতিকর প্রবণতা নিয়ন্ত্রণে আনাই একমাত্র লক্ষ্য।