প্লাস্টিক দিয়ে তৈরি রাস্তা, পুনর্ব্যবহারের ব্যাতিক্রমী নজির গুয়াহাটিতে

কিছু ধরণের প্লাস্টিক পুনর্নবীকরণ যোগ্য নয়। মাটিতেই অবিকল থেকে যায় যুগের পর যুগ। অন্যদিকে, প্লাস্টিকের কারণে বাড়ছে জলদূষণও। প্লাস্টিকের ব্যবহার কমাতে সচেতনতা জারি করা হচ্ছে গোটা বিশ্বে। কিন্তু এই প্লাস্টিককে পুনরায় ব্যবহার করে রাস্তা নির্মাণ করার ঘটনা এই প্রথম।

জমে থাকা প্লাস্টিক বর্জ্যকে ব্যবহার করে রাস্তা তৈরি হল আসামের গুয়াহাটিতে। নারাঙ্গি মিলিটারি স্টেশনের এই রাস্তা তৈরিতে প্রায় ১.২৪ মেগা টন পরিমাণ প্লাস্টিক ব্যবহৃত হয়েছে।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের তথ্য অনুযায়ী, প্রচণ্ড গরমে বা বন্যায় প্লাস্টিক দিয়ে তৈরি রাস্তা সহজে ভাঙে না। আগামী দিনে জমে থাকা প্লাস্টিককে হয়তো এভাবেই বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে হবে। কিন্তু গুয়াহাটির এই উদ্যোগ সত্যিই অভিনব। প্লাস্টিককে এভাবে কাজে লাগানো গেলে, ভবিষ্যতে সমস্যার সমাধান হবে অনেকটাই। পাশাপাশি রাস্তা চটজলদি খারাপ হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে না। ধীরে ধীরে, সারা দেশেই এই উদ্যোগ নেওয়া যায় না কি?

Latest News See More