হঠাৎই শারীরিক অবস্থার অবনতি, হাসপাতালে ভর্তি ঋষি কাপুর

হাসপাতালে ভর্তি করতে হল অভিনেতা ঋষি কাপুরকে। বুধবার রাতেই মুম্বইয়ের এইচ.এন. রিলায়েন্স ফাউন্ডেশন হসপিটালে ভর্তি করা হয় তাঁকে। বর্ষীয়ান এই অভিনেতার পরিবারের পক্ষ থেকে ভাই রনধীর কাপুর এই খবর জানান।

রণধীর কাপুর বলেন, শ্বাসকষ্ট বেড়ে গিয়েছিল এই প্রবীণ অভিনেতার। অবস্থা খারাপ বুঝেই হাসপাতালের দ্বারস্থ হন তিনি। তবে শারীরিক অবস্থা এখন খানিকটা স্থিতিশীল। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর স্বাস্থ্যের ব্যাপারে মুখ খোলেনি। হাসপাতালে এখন অভিনেতার সঙ্গেই রয়েছেন তাঁর স্ত্রী নীতু কাপুর।

৬৭ বছর বয়সি জনপ্রিয় অভিনেতা ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন শেষ কিছু বছর। ২০১৮ নাগাদ নিউইয়র্কে কয়েকমাস ধরেই চিকিৎসা চলে তাঁর। সুস্থ হয়ে উঠেছিলেন ক্যানসার থেকে। কিন্তু এই বছরের শুরুতে ফেব্রুয়ারি মাসে দু’বার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। দিল্লিতে এক পারিবারিক অনুষ্ঠানে অসুস্থ হয়ে পড়ায় ভর্তি হয়েছিলেন হাসপাতালে। ইনফেকশন ধরা পরেছিল সেবার। পরে মুম্বইতেও একবার ভাইরাল জ্বরের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। তবে কয়েকদিনের মধ্যেই ছেড়ে দেওয়া হয় হাসপাতাল থেকে।

অসুস্থতার মূল কারণ এখনও জানা যায়নি। দ্রুত আরোগ্য কামনা করছেন পরিবারের লোকজন। প্রার্থনা করছেন অন্যান্য তারকারাও।

More From Author See More

Latest News See More