জলের অপচয় কমাবে জলশোধনের অভিনব প্রযুক্তি

আমাদের প্রতিদিনের ব্যবহার্য জল প্রস্তুতে জলের খরচ হয় বিস্তর। এক লিটার জল শোধন করতে লাগে প্রায় তিন লিটার জল। বর্তমানে দেশের বিস্তীর্ণ অঞ্চলেই জল-সংকট সুগভীর। তাই জল শোধন করতে খরচ-হওয়া অতিরিক্ত জলের পরিমাণকে কমাতে এগিয়ে এসেছে তামিলনাড়ুর এস আর এম ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজির কয়েকজন ছাত্রী। জল শোধনের জন্য এক জৈব পদ্ধতি তারা আবিষ্কার করেছে। তাতে জল অপচয় কমবে বলেই তাদের দাবি।

টিম গ্লো গার্লস নামে একটি টিম প্রস্তুত হয় এই কাজের জন্য। স্মার্ট ইন্ডিয়া হ্যাকটন ২০১৯ জৈব প্রক্রিয়ার জল শোধনের জন্য হার্ডওয়ার তৈরি করতে বলে টিম গ্লো গার্লসের সদস্যদের। তারা সজনে বীজ, জাম আর এক ধরনের বাদাম ব্যবহার করে জৈব পরিশোধক তৈরি করে। অনায়াসেই যা জল অপচয় কমায়। এই প্রযুক্তিকে খুব দ্রুতই বাজারে আনার চেষ্টা করবে তারা।

পুরসভার মাধ্যমে যে জল সর্বত্র পৌঁছায়, তাতে এই পদ্ধতি ব্যবহৃত হলে আরো বেশি জায়গায়, আরো অনেক পরিবারের কাছে পরিশুদ্ধ জল পৌঁছে দেওয়া সম্ভব হবে।