টাকার অভাবে যেন বন্ধ না হয় পড়াশোনা, আজীবনের সঞ্চয় দান করে গেলেন শিক্ষিকা

শিক্ষার ক্ষেত্রে, ভারতের অনেক ছেলে-মেয়েই টাকার অভাবে পিছিয়ে আসে। অনেকেই স্কুল ছাড়িয়ে কলেজের গণ্ডিতে পা দিতে ভয় পায়। আবার সে-ধাপ পেরোলেও, চাপা পড়ে যায় অনেক অগ্রগতিই। এমন সব পড়ুয়াদের কথা মাথায় রেখেই এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছিলেন চিত্রলেখা মল্লিক। ২০০২ সাল থেকে, তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ৯৭ লক্ষ টাকা দান করেছেন।

রিটায়ারমেন্টের পর খুব বেশি পেনসন পান না তিনি। অথচ নিঃস্বার্থ ভাবে পরবর্তী প্রজন্মের পড়াশোনার স্বার্থে দান করে গেছেন এই পরিমাণ টাকা। তিনি চান, টাকার অভাবে কারোর যেন গবেষণা করতে অসুবিধে না হয়। নিজে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন, কৃতী ছাত্রী হয়ে মান রেখেছেন তিনি। পরবর্তীকালে সেই বিশ্ববিদ্যালয়ে দান করেছে ৫০ লক্ষ টাকা।

তবে শুধুমাত্র স্কলারশিপ নয়, ভিক্টোরিয়া ইনস্টিটিউশন কলেজের পরিকাঠামোর উন্নতির জন্যে দান করেছেন ৫০,০০০ টাকা। বাবা-মার স্মরণে ইন্ডিয়ান রিসার্চ ইনস্টিটিউট ফর ইন্টিগ্রেটেড মেডিসন কলেজে তিনি ৩১ লক্ষ টাকার অনুদান দিয়েছেন।

তার এই সামান্য জীবনে চাহিদা খুব কম, সাধারণ ভাবে বসবাস করায় বিশ্বাসী চিত্রলেখা দেবী। তাঁর মতো মানুষ সহজ মেলে না। নিঃস্বার্থ ভাবে আগামী প্রজন্মের জন্যে এমন ভাবতে পারে ক'জন!