শুধুমাত্র পরিবেশ বাঁচাতে এই অঞ্চল কিনে নিয়েছেন পরিবেশপ্রেমীরা

কখনও পুজো, কখনও সভা সমিতি— চাঁদা তো আমরা তুলেই থাকি। কিন্তু শুধুমাত্র পরিবেশ রক্ষার জন্য টাকা তোলা এবং তার সাহায্যে একটা বিশাল অঞ্চল কিনে নেওয়া, এমন ঘটনা শুনেছেন? ঠিক এই কাজটাই করেছেন একদল পরিবেশবিদ। বিসি পার্কস ফাউন্ডেশন নামে একটি সংস্থার সাহায্যে প্রায় ৩ মিলিয়ন ডলার সংগ্রহ করেন তাঁরা। আর এই টাকা দিয়েই কানাডার সানসাইন কোস্টের প্রিন্সেস লুইসা ইনলেট অঞ্চলটিকে কিনে নেন তাঁরা।

প্রায় ২০০০ একরের এই জায়গার পরিবেশকে বাঁচাতে এবং সংরক্ষণ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশবিদরা। পরবর্তীকালে এখানে সংরক্ষিত পার্ক সহ আরও বেশ কিছু পরিকল্পনার কথা ভাবছেন তাঁরা। এখনও বেশ কিছু কাজ বাকি। এইরকম উদ্যোগ যাতে আরও নানা জায়গায় ছড়িয়ে পড়ে, সেই চেষ্টাই করবেন তাঁরা। সেই চেষ্টা করতে পারি আমরাও।