এতদিন ডাক্তারবাবুরা যা ওষুধ প্রেসক্রিপশনে লিখতেন, তার সবই ইংরেজিতে। এবার পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে বাংলায় ই-প্রেসক্রিপশন চালু করার উদ্যোগ নেওয়া হল। ওষুধের যাবতীয় বিবরণ এবং খাওয়ার নিয়মাবলী বাংলাতেই যাতে লেখা হয়, তার ব্যবস্থা করছেন তারা।
স্বাস্থ্য দফতর আধিকারিকদের মতে, যাদের জন্য এই প্রেসক্রিপশন তৈরি হয়, তাঁরা অনেকেই ইংরেজিতে স্বচ্ছন্দ নন। এছাড়াও, ওষুধের ডোজের ব্যাপার ইংরেজি পরিভাষায় লিখলে সেটা অনেক ক্ষেত্রেই সাধারণ মানুষ বুঝতে পারেন না। সেই সমস্ত জিনিস যদি বাংলায় লেখা হয়, তাহলে খুব সহজেই সেটা তাঁরা বুঝতে পারবেন। সেক্ষেত্রে ফার্মাসিস্টদের বারবার বোঝাতেও হবে না। সময়মত রোগীকে ওষুধও দেওয়া যাবে। প্রাথমিক ভাবে বিধাননগর মহকুমা হাসপাতালে এই বাংলা ই-প্রেসক্রিপশন চালু হয়েছে। পরবর্তীকালে রাজ্যের অন্যান্য হাসপাতালেও এই ব্যবস্থা চালু করা হবে।