চলচ্চিত্র উৎসবে নিজের সিনেমার টিকিট বিক্রি করছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক

মাত্র অল্প কয়েকটি সিনেমা হলে মুক্তি পেয়েছিল প্রদীপ্ত ভট্টাচার্যের 'রাজলক্ষ্মী ও শ্রীকান্ত' সিনেমাটি। তারপর চলেছিল হাতে গোনা কয়েকটি দিন। পুজোর বাজারে অনেক সিনেমা হলের মালিকরাই 'রাজলক্ষ্মী ও শ্রীকান্ত'কে সরিয়ে দিয়েছিলেন হল থেকে। স্যোশাল মিডিয়ায় এই নিয়ে কম প্রতিবাদ করেননি সিনেমাপ্রেমীরা। তাই দর্শকের অনুরোধে আবারও ফিরে এল সেই সিনেমার স্ক্রিনিং, এবং ফেরালেন পরিচালক স্বয়ং।

লড়াই কঠিন হলেও, নিজের উদ্যোগেই সেই সিনেমাকে মানুষের কাছে পৌঁছে দিতে চেয়েছেন প্রদীপ্ত ভট্টাচার্য।  তাই রাস্তায় নেমে বিক্রি করতে শুরু করলেন ছবির টিকিট। নিন্দুকেরা অন্য কথা বললেও বিশেষ পাত্তা দেননি তাঁদের। বরং তিনি চুটিয়ে আনন্দ উপভোগ করেছেন টিকিট বিক্রি করে। এমনকি, স্যোশাল মিডিয়ায় সে-ছবি পোস্টও করেছেন তিনি।

নিজেরাই বড় পর্দা বানিয়ে, প্রোজেক্টর নিয়ে এই সিনেমাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চান তিনি। তাঁর এই নতুন ছবিটির চারটে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে টিমের পক্ষ থেকে। আগামী ২৯ ও ৩০শে নভেম্বর ছবিটা দেখানো হবে যোগেশ মাইম একাডেমিতে। সময় - দুপুর ২.৩০ ও সন্ধে ৬.১৫। টিকিট মূল্য ১০০ টাকা। ইতিমধ্যেই দর্শকের প্রশংসা পেয়েছে সিনেমাটি। দ্বিতীয় পর্বের এই শো-তে প্রতিক্রিয়া কেমন হয়, তারই অপেক্ষায় পরিচালক থেকে কলাকুশলী – সকলেই।

More From Author See More