গুগল সার্চ এবং অ্যাসিস্ট্যান্ট গ্রুপের প্রধান পদে নিযুক্ত হলেন এক ভারতীয়

সুন্দর পিচাইয়ের পর গুগলের সামনের সারিতে আরও একবার উঠে এল ভারতীয় মুখ। প্রভাকর রাঘবন। তিনি গুগলের গুগল অ্যাপস এবং গুগল ক্লাউডের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। এবার বাড়ল দায়িত্ব। একধাপ এগিয়ে এবার গুগল সার্চ এবং অ্যাসিস্ট্যান্ট গ্রুপের প্রধান হিসাবে নিযুক্ত হলেন তিনি। গুগলের বিজ্ঞাপন এবং বাণিজ্যিক ক্ষেত্রের মূল দায়িত্ব এবার তাঁর ওপরেই।

গুগলে আসার আগে তিনি কাজ করেছেন আইবিএম-এ। সেখানে তাঁকে দেখা গিয়েছিল একাধিক ভূমিকায়। পরে ইয়াহুর মতো সার্চ ইঞ্জিনেরও দায়িত্ব সামলেছেন তিনি। ২০১২-তে যুক্ত হয়েছিলেন গুগলে। ২০১৮ থেকে বাণিজ্যিক বিজ্ঞাপনের কাজ করছিলেন গুগলেই। তাঁর হাত ধরেই জিমেইল এবং গুগল ড্রাইভের মাসিক গ্রাহকের সংখ্যা ছুঁয়েছিল ১০০ কোটি। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক প্রয়োগে সহজসাধ্য করেছিলেন জি-স্যুইট, স্মার্ট কম্পোজ এবং ড্রাইভ স্যুইট অ্যাক্সেসকে। এবার উত্তীর্ণ হলেন প্রধানের পদে। 

আইআইটি মাদ্রাজে প্রযুক্তিতে স্নাতকস্তরের পড়াশোনা করেছিলেন প্রভাকর। তারপর বার্কলিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার বিজ্ঞানে গবেষণা করেছিলেন।

আগে প্রভাকরের এই পদে আগে নিযুক্ত ছিলেন বেন গোমেস। তিনি গুগলের শিক্ষা, সংস্কৃতি এবং শিল্পের দিকে নজর রাখবেন এবার থেকে। কোর ইউজার এক্সপেরিয়েন্সের ব্যাপারেও দেখাশোনা করবেন তিনি। অন্যদিকে প্রভাকরের আগের দায়িত্ব সামলাবেন জেরি ডিসলার।

Powered by Froala Editor