১৬ দিন অন্তর বিস্ফোরণ, নতুন রেডিও সিগন্যালের হদিশ মহাবিশ্বে

যত দিন এগোচ্ছে, উন্নত হচ্ছে বিজ্ঞান। ধরা পড়ছে নানা অজানা তথ্য, অজানা উপস্থিতি। পিছিয়ে নেই জ্যোতির্বিদ্যাও। নানা সময় মহাকাশের নানা অজানা জিনিস হাজির হচ্ছে আমাদের সামনে। দীর্ঘ গবেষণার পর এমনই একটি রেডিও সিগন্যালের হদিশ পাওয়া গেল; যা প্রতি ১৬ দিন অন্তর বিস্ফারিত হচ্ছে। এমন আশ্চর্যজনক সিগন্যালের খোঁজ পেয়ে স্বভাবতই চমকিত বিজ্ঞানীরা।

'ফাস্ট রেডিও বার্স্ট' বা সংক্ষেপে এফ আর বি। মাত্র কয়েক মিলিসেকেন্ডের জন্য ক্ষণস্থায়ী এই ধরণের এফ আর বি প্রচণ্ড শক্তি নিয়ে বিস্ফারিত হতে থাকে। বিজ্ঞানীরা এর ধারণা করে এসেছিলেন। কিন্তু বাস্তবে এই সিগন্যাল ধরা খুবই কঠিন। কারণ এর বিস্ফোরণের নির্দিষ্ট কোনো চরিত্রই লক্ষ্য করা যায়নি। তবে এই বছর হাইড্রোজেন ইন্টেনসিটি ম্যাপিং কোলাবোরেশানের উদ্যোগে কানাডার জ্যোতির্বিদরা লক্ষ করলেন এমনই এক এফ আর বি’, যা প্রথম চারদিনে প্রতি ঘণ্টায় এক-দুবার করে বিস্ফারিত হয়। এরপরের বারোদিন এটি আবার নিষ্ক্রিয় হয়ে পড়ে। ঠিক ১৬.৩৫ দিন পরপর এমনই ঘটনার পুনরাবৃত্তি লক্ষ করেছেন বিজ্ঞানীরা।

এফ আর বি নিয়ে বিজ্ঞানীরা এখনও বিশেষ কোনো তথ্য জানতে পারেননি। নতুন এই আবিষ্কার হয়ত আগামী দিনে পদার্থবিদ্যার আরও অনেক অজানা ঘটনার হদিশ দেবে, এমনই বিশ্বাস একাংশের।