হাওড়া স্টেশনে নিষিদ্ধ প্লাস্টিক, ধরা পড়লেই জরিমানা

এই মুহূর্তে প্লাস্টিকের বিরোধিতায় সরব গোটা বিশ্ব। সমুদ্র সৈকত, রাস্তাঘাট সর্বত্র প্লাস্টিকের ছড়াছড়ি। ভারতের বিভিন্ন স্টেশনে যেখানে সেখানে প্লাস্টিকের বোতল, ক্যারিব্যাগ পড়ে থাকে। নিয়ম মাফিক পরিস্কার হয় না কিছুই।

প্লাস্টিক দূষণ নিয়ে বেশ কয়েক বছর ধরেই সরব হয়েছেন বিজ্ঞানীরা। বেশিরভাগ প্লাস্টিককে পুনর্ব্যবহার করা যায় না। প্লাস্টিক দূষণ নিয়ে উদ্বেগ বেড়েছে সবদেশের সরকারেরই।

এরই মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ নিল ভারতীয় পূর্ব রেল। হাওড়া স্টেশনে প্লাস্টিকের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করার প্রস্তাব দেওয়া হল। এখন থেকে প্লাস্টিকের বোতল, ক্যারিব্যাগ বা প্যাকেট নিয়ে স্টেশনে ঢুকলেই মোটা টাকার জরিমানা করা হবে।

শুধু হাওড়া নয়, পূর্ব রেলের সমস্ত স্টেশনে আগামী দোসরা অক্টোবর থেকে এই নিয়ম চালু হতে চলেছে। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার পি সি শর্মা জানান, স্টেশন চত্বরে প্রতিদিন বিপুল পরিমাণ প্লাস্টিক জমা হচ্ছে যা পরিবেশ দূষণের মূল কারণ।

প্রতিদিন প্রায় সাত আট হাজার প্লাস্টিকের বোতল স্টেশন চত্বর থেকে সাফ করা হয়। তাই দূষণ মোকাবিলার জন্য এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী দিনে সমস্ত স্টেশনে এই ফরমান চালু হতে চলেছে। পরিবেশকে বাঁচাতে হলে এইটুকু অভ্যেস আমাদের যত দ্রুত সম্ভব ত্যাগ করতেই হবে।