বাচ্চারা খেলতে নামছে না, মুখভার বুল ডগের; লকডাউনের এমন ছবিই ভাইরাল

মুখ কাঁচুমাচু করে জানলার ধারে বসে আছে সে। রোদ পড়েছে সুন্দর, কিন্তু তাও খুশি নয় সে। শুকনো মুখে, মাথা নামিয়ে বসেই আছে। সেই ‘করুণ’ ছবিই ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়। রীতিমতো ভাইরাল হয়ে যায় সে। কিন্তু দুঃখ কমে না। করোনা বিধ্বস্ত আমেরিকায় এমনই ঘটনা ঘটল। তবে তফাৎ হল, যাকে নিয়ে এত কথা সে কোনো মানুষ নয়; একটি বুল ডগ।

লকডাউনের পরিস্থিতিতে আমরা সবাই শুকনো মুখেই বসে আছি। সেরমভাবে কেউই বাইরে যেতে পারছি না। সবসময় করোনার ভয়। রাস্তাঘাট, পাড়া, কমপ্লেক্স সবই শুনশান। এমন সময় আমরা, মানে মানুষরা বেশ মুষড়েই পড়েছি। কিন্তু পশুপাখিরা মহানন্দে ঘুরে বেড়াচ্ছে। অনেক খবর ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সর্বত্র। কিন্তু আমেরিকার আটলান্টার এই বুল ডগটির মনে দুঃখ। কাঁচুমাচু মুখ করে বারান্দায় বসে আছে। সেই ছবিই সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে অন্যান্যরাও তাঁদের পোষ্যের সঙ্গে ছবি তুলে পোস্ট করছেন। ভার্চুয়ালি হলেও সবাই মিলে যাতে ভালো থাকে, সে চেষ্টাই আর কি!

কিন্তু কেন? জানা যাচ্ছে, বিকেল হলেই ওই বুল ডগটি এলাকার ছোটো ছোটো বাচ্চাদের সঙ্গে খেলতে বেরোত। না বেরোলেও জানলার ধারে বসে দেখত। এখন করোনার জন্য কেউই বাইরে বেরোচ্ছে না। বেচারা কুকুরটি এবার আরও একা হয়ে পড়েছে। ওই বাচ্চাদের সঙ্গে খেলতেই যে তার ভালো লাগত। মানুষের সঙ্গে পশুদের সহাবস্থান কত সুন্দর হতে পারে! কিন্তু আপাতত এইসব ভাবনা বুল ডগটির মাথায় আসবে না। তার এখন একটাই ইচ্ছা, সবাই আবার নিচে নামবে; একসঙ্গে খেলা হবে।

More From Author See More