মাত্র ১৫ মিনিট, এবার টয়লেটের সময়সীমাও বেধে দিল চিন সরকার!

আধুনিকতা কিভাবে দিন দিন ধ্বংস করে দিচ্ছে আমাদের ব্যক্তিগত পরিসর, সম্প্রতি তার আরও একটি উদাহরণ তৈরি করল চিনের সাংহাই মিউনিসিপ্যাল কর্পোরেশন। অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে এবার সেখানে নজরদারির ব্যবস্থা করা হল টয়লেটেও! কাজকর্মের ফাঁকে কেউ যাতে টয়লেটে গিয়ে সময় নষ্ট করতে না পারে তার জন্যই নাকি এই ব্যবস্থা।

সাংহাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে দেশজুড়ে ১৫০টি স্মার্ট পাবলিক টয়লেট তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। এই সমস্ত টয়লেটে থাকবে টাইম সেন্সর এবং হিউম্যান বডি সেন্সর। টয়লেটে থাকার সময়সীমাও বেধে দেয়া হয়েছে কর্মীদের জন্য। অর্থাৎ কোনও কর্মী যাতে ১৫ মিনিটের বেশি টয়লেটে না থাকতে পারেন, তা নজরদারি করবার জন্যই এই অভূতপূর্ব ব্যবস্থা!

এছাড়াও টয়লেটের প্রতিটি কিউবিকলে থাকা হিউম্যান বডি সেন্সর একটি নির্দিষ্ট সময়সীমা অনুযায়ী জানান দিতে থাকবে যে, ভিতরে কোনও ব্যক্তি আছেন কিনা এবং এই সব তথ্যই জমা হতে থাকবে সরকারের কাছে। তবে সরকারি তরফে জানানো হয়েছে, শুধুমাত্র নজরদারি করাই এর উদ্দেশ্য নয়। এর মাধ্যমে ওই কিউবিকলে হাওয়া-বাতাস বা পর্যাপ্ত জলের মতো স্বাস্থ্যকর পরিবেশ কতটা বজায় আছে সেটাও দেখভাল করা হবে।