চলে গেলেন জনপ্রিয় অভিনেতা নিমু ভৌমিক

প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেতা নিমু ভৌমিক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪। মঙ্গলবার বিকেলে গড়িয়ার নিজ বাসভবনেই মৃত্যু হয় তাঁর।

বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত একাধিক অসুখে ভুগছিলেন তিনি। ভুগছিলেন স্নায়ু, প্রস্টেট সহ শারীরিক আরও নানা জটিল সমস্যাতেও। 'গণদেবতা', 'দাদার কীর্তি', 'বাঘিনী', 'সাহেব', 'ছোট বউ', 'মঙ্গলদীপ' সহ একাধিক জনপ্রিয় বাংলা চলচ্চিত্রে অভিনয় করা এই জনপ্রিয় অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে।

জানা গিয়েছে যে, বিগত কয়েক মাসের মধ্যেই দু'বার হাসপাতলে ভর্তি করা হয় তাঁকে। পরিবারের তরফে জানানো হয়েছে কয়েকদিন আগেই অভিনেতাকে বাড়িতে নিয়ে আসা হয় হাসপাতাল থেকে। তাঁর মৃত্যু চলচ্চিত্র জগতের জন্য এক গভীর ক্ষতি বলেই মনে করছে শিল্পী এবং কলাকুশলীবৃন্দ।