বিশ্ব জুড়ে কর্মী ছাঁটাই মাইক্রোসফটের, ডিজিটাল প্রযুক্তিতে জোর

গোটা বিশ্ব করোনার মারণ গ্রাস থেকে এখনও মুক্তো হয়নি। তার মধ্যেই জীবিকা এবং কর্মসংস্থান নিয়ে চলছে টানাপোড়েন। ভারত তো বটেই, বিশ্বের নানা জায়গাতেও চলছে আর্থিক অচলাবস্থা। লকডাউনের জন্য এতদিন থমকে ছিল সমস্ত কিছু। ফলে নতুন আর্থিক বছরে নানারকম পদক্ষেপ নিতে চলেছে সংস্থাগুলি। সম্প্রতি বিশ্বের অন্যতম বড়ো তথ্যপ্রযুক্তি সংস্থা মাইক্রোসফট নতুন আর্থিক বছরে বিশ্বজুড়ে কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছে। যার জেরে বিপদে পড়তে চলেছেন বহু মানুষ। 

বিগত বেশ কয়েক মাসে তথ্য প্রযুক্তি সংস্থা তো বটেই, অন্যান্য অনেক কারখানা ও কোম্পানিগুলোই ব্যয় সংকোচনের জন্য কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে। করোনা পরিস্থিতি ও লকডাউনের জেরে যে আর্থিক মন্দা ও অচলাবস্থা দেখা দিয়েছে, তার সঙ্গে মোকাবিলা করতে ও আগামী দিনগুলোর সঙ্গে লড়ার জন্যই এই ব্যবস্থা নিচ্ছেন কর্তৃপক্ষ। সম্প্রতি ভারতে বহু সংস্থার ক্ষেত্রে এমনটা দেখা গেছে। এবার মাইক্রোসফটের ক্ষেত্রেও এমনটা দেখা গেল। গোটা বিশ্বের প্রায় ১০০০টি চাকরির পদ মুছে ফেলতে চলেছে তাঁরা। সম্প্রতি এমনই একটি ঘোষণায় নড়েচড়ে বসেছে সবাই। 

যুক্তি হিসেবে মাইক্রোসফট কর্তৃপক্ষ বলছেন, তাঁরা অত্যাধুনিক ডিজিটাল প্রযুক্তির দিকে বেশি মনোনিবেশ করছেন। উল্লেখ্য, বিগত বছরগুলিতে এআই নিয়ে গবেষণায় মগ্ন তাঁরা। তাকেই এবার কার্যক্ষেত্রে আরও বেশি করে প্রয়োগ করতে চলেছেন তাঁরা। যাতে আরও কম মানবসম্পদ ব্যবহারের প্রয়োজন হয়। সেইজন্যই কর্মী ছাঁটাই করছেন তাঁরা। শুধু তাঁরাই নন, এরকম আরও অনেকেই এমন পদক্ষেপ নিচ্ছেন। সবার কারণ মোটামুটি একই। কিন্তু এমন দুর্দিনে এই মানুষগুলো কোথায় যাবেন, কী করবেন তাঁরা? সেটা কী সংস্থার কর্তৃপক্ষরা ভেবেছেন? প্রশ্ন উঠছে… 

Powered by Froala Editor

আরও পড়ুন
আজ থেকে ৫০ বছর আগেই করা হয়েছিল পৃথিবীর প্রথম ভিডিও কল