টিকাকরণ কেন্দ্রেই নাচ-গান-রেস্টলিং, মন ভালো রাখতে উদ্যোগ মেক্সিকোয়

প্রতিষেধকের জন্য সকাল হতেই সেন্টারে এসে হাজির বহু বৃদ্ধ-বৃদ্ধা। কারোর মনে দুশ্চিন্তা। কারোর ভয়। ইতিমধ্যে ভ্যাকসিন নিয়ে নানা গুজব ছড়িয়ে পড়েছে। তবে সেন্টারে হাজির হতেই অবাক সকলে। ভ্যাকসিনেশন সেন্টারকে আড়াল করে রয়েছে বিরাট এক মঞ্চ। তার মধ্যে কেউ গান গাইছেন, কেউ নাচছেন। ঠিক যেন একটা মেলা বসেছে। এর মধ্যেই বয়স্ক মানুষদের সাহায্য করতে এগিয়ে আসছে বিরাট এক শিম্পাঞ্জি। আসলে মানুষ, তবে শিম্পাঞ্জির মতো পোশাক পরেছে সে। একবার এসে পড়লেই মন ভালো হয়ে যায় সকলের। ঠিক এমনই অভিনব আয়োজন গড়ে উঠেছে মেক্সিকোতে।

করোনা পরিস্থিতিতে মেক্সিকো সরকারের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ উঠেছে বহুবার। অর্থনীতি সামাল দিতে লকডাউনের পথে হাঁটেনি সরকার। আর তার ফলেই দ্রুত ছড়িয়ে পড়েছে সংক্রমণ। এর মধ্যে আক্রান্তের হিসাবে ব্রাজিল এবং ভারতের পরেই দ্বিতীয় স্থানে মেক্সিকো। তবে ভ্যাকসিনেশনের জন্য যে অভিনব ব্যবস্থার আয়োজন করেছে স্বাস্থ্য মন্ত্রক, তাতে সত্যিই অবাক সকলে। নাচগানের পাশাপাশি রয়েছে বয়স্ক মানুষদের সময় কাটানোর জন্য যোগার ব্যবস্থাও। ট্রেনাররা এমন সব যোগা অভ্যাস করাচ্ছেন যা চেয়ারে বসে বসেই অনুশীলন করা যায়। আবার তার ফলে শ্বাসকষ্টের সমস্যাও কমে। আর আয়োজন করা হয়েছে মেক্সিকোর সবচেয়ে বড়ো বিনোদন মাধ্যম লুচা লিব্রে, অর্থাৎ বিশেষ ধরনের রেস্টলিং।

প্রথম প্রথম অন্যান্য দেশের মতো করেই শুরু হয় ভ্যাকসিনেশন প্রক্রিয়া। তবে কিছুদিনের মধ্যেই তার সীমাবদ্ধতা বুঝতে পারেন চিকিৎসকরা। যাঁরা প্রতিষেধক নিতে আসছেন, তাঁদের সকলের মুখেচোখে আতঙ্ক, দুশ্চিন্তা। এদিকে গুজব ছড়িয়েছে ভ্যাকসিন নেওয়ার ফলে অন্য নানা অসুখ বাসা বাঁধতে পারে শরীরে। ফলে অনেকেই ভ্যাকসিন নিতে চাইছেন না। আর এই পরিস্থিতি সামাল দিতেই অভিনব এই ব্যবস্থার আয়োজন। আর এর সুফলও মিলেছে ইতিমধ্যে। বয়স্ক মানুষদের মুখ থেকে আতঙ্কের রেখা উধাও এক লহমায়। এমনকি কেউ কেউ নিজেই মঞ্চে উঠে নাচগানে অংশ নিচ্ছেন। এক এক করে ভ্যাকসিন নিতে সময় লাগছে ঠিকই, তবে তা লাগুক। ততক্ষণ সকলেই মশগুল জলসায়। আর তাছাড়া বহুদিন পর আবারও নিঃশ্বাস নেওয়ার সুযোগ পেল লুচা লিব্রে ইন্ডাস্ট্রি। এর ফলে ভ্যাকসিন নেওয়া মানুষের সংখ্যা বাড়বে কিনা, তা জানতে সময় লাগবে বলেই মনে করছে স্বাস্থ্য মন্ত্রক। তবে বয়স্ক মানুষদের মানসিক স্বাস্থ্য যে অনেকটাই উন্নত হবে, সে-কথা বলাই বাহুল্য।

Powered by Froala Editor

আরও পড়ুন
সার্বিক অনাক্রম্যতা অর্জন অসম্ভব, কোভিড নিয়ে আশঙ্কা গবেষকদের

More From Author See More