১৯ বছর পর পৌঁছল চিঠি, রায়গঞ্জের ঘটনায় অবাক সকলেই

আজকাল কমে এসেছে চিঠির ব্যবহার। ইমেল, হোয়াটসঅ্যাপের যুগে কাউকে দ্রুত তথ্য পাঠাতে চিঠি লেখা এখন বিলুপ্তপ্রায়। কিন্তু দু-দশক আগেও একমাত্র যোগাযোগের মাধ্যম ছিল এই চিঠি।

স্পিড পোস্টে কাউকে চিঠি পাঠানো ছিল সেই যুগের সবচেয়ে দ্রুততম খবর পৌঁছাবার মাধ্যম।

রায়গঞ্জ শহরের তুহিনশংকর চন্দ ২০০০ সালের পয়লা জানুয়ারি মুখ্য ডাকঘর থেকে একটি চিঠি পাঠান। ১৯ বছর পর সেই চিঠি প্রেরকের কাছে পৌঁছে যাওয়ার মেসেজ আসায় বেশ খানিকটা চমকে যান তিনি। তাঁর কথায়, সেই চিঠি তিনি কাকে পাঠিয়েছিলেন, আজ আর মনে করতে পারেন না। খুব স্বাভাবিকভাবেই তিনি ভুলে গেছেন সেই চিঠির বিষয়।

এর আগেও তিনি এরকম ঘটনার শিকার হয়েছিলেন। তাঁর দাবি, অভিযোগ জানিয়েও কাজের কাজ হয়নি। আচমকা এই চিঠি পৌঁছে যাওয়ায় তিনি এইদিন ভীষণ অবাক হয়ে যান।