পশ্চিমবঙ্গে এবার করোনা-আক্রান্ত খোদ চিকিৎসক, সংখ্যা বাড়ছে ক্রমশই

করোনা-আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে গোটা ভারতে। সংখ্যাটা ১০০০ পেরিয়ে গেছে অনেক আগেই। পশ্চিমবঙ্গেও নয়-নয় করে ১৮ জন করোনা-আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছিল। এবার সেই তালিকায় যুক্ত হলেন আরও একজন। রাজ্যে এই প্রথমবার করোনা-আক্রান্ত হলেন এক চিকিৎসক।

আরও পড়ুন
গ্রামবাসীদের কাছে প্রয়োজনীয় খাদ্যদ্রব্য পৌঁছে দিচ্ছেন তৃতীয় লিঙ্গের মানুষরা

জানা গেছে, আলিপুর কম্যান্ড হাসপাতালের অ্যানাস্থেশিওলজিস্ট ছিলেন ওই চিকিৎসক। ১৭ মার্চ দিল্লি থেকে ফেরেন কলকাতায়। তারপর থেকেই অসুস্থ ছিলেন তিনি। আজ তাঁর শরীরে ধরা পড়ল করোনা। হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে তাঁকে।

আরও পড়ুন
বাড়িতেই পৌঁছে যাবে স্যানিটারি ন্যাপকিন, মহিলাদের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ

সারা দেশজুড়ে, লকডাউনের মধ্যেই ভয়াবহ হয়ে উঠছে পরিস্থিতি। করোনা-আক্রান্তের সংখ্যা বাড়ছে হু হু করে। তার মধ্যেই চিকিৎসকের এই খবর নিঃসন্দেহে দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিল। এই দিনের শেষ কবে হবে, জানা নেই। অপেক্ষাই এখন সম্বল। আর সচেতনতা…