শরীরে বাসা বেঁধেছে ক্যানসার, মৃত্যুর পথে সুমাত্রার শেষতম গণ্ডার

ক্রমশ শেষের মুখে ইমান। মালয়েশিয়ার এক মেয়ে-গণ্ডার। বলা ভাল, সেখানকার শেষ সুমাত্রান গণ্ডার। আর সে-ই এখন মৃত্যুর দিন গুনছে। তাতেই চিন্তায় মালয়েশিয়া-সহ পৃথিবীর আপামর পশুপ্রেমীরা।

এই মাসেই মারা গেছে সাবাহ চিড়িয়াখানার শেষ পুরুষ সুমাত্রান গণ্ডার ট্যাম। আর এখন অসুস্থ হয়ে পড়েছে ইমানও। ডাক্তাররা বলছেন, দীর্ঘ বহুদিন ধরেই ক্যানসারে ভুগছে সে। এখন, ২৫ বছর বয়সে এসে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে গণ্ডারটি। ঠিকঠাক খাবারও খাচ্ছে না। ওজনও কমে যাচ্ছে বেশ দ্রুত। ডাক্তারদের একটি বিশেষ টিম সর্বক্ষণ নজরে রেখেছে ইমানের স্বাস্থ্যের দিকে। কিন্তু তাঁদের শঙ্কা, কদ্দিন আর এরকম ভাবে চলবে?

আপাতত, এইভাবেই চলছে ইমানের জীবন। মালয়েশিয়ার শেষতম সুমাত্রান গণ্ডারের জীবন। সে মারা গেলেই, একটা বড় প্রজাতি সেখান থেকে শেষ হয়ে যাবে। তার ডিম্বাণু সংরক্ষণের চেষ্টাও করা হয়েছিল, কিন্তু সে চেষ্টা বিফলে যায়। পৃথিবীর আপামর পশুপ্রেমীকে চিন্তায় রেখে, তাই শেষের প্রহর গুনছে ইমান।