প্রত্যাবর্তন স্প্যানিশ ফুটবলের, ১১ জুন থেকে শুরু হতে চলেছে লা লিগা

জার্মানির পর এবার এগিয়ে এল স্পেন। স্থবিরতা কাটিয়ে বুন্দেশলিগার ফ্রেমকেই রোল মডেল করে মাঠে ফিরতে চলেছে বহু-প্রত্যাশিত লা লিগা। তিন মাস বন্ধ থাকার পর আগামী ৮ জুন থেকে শুরু হতে পারে অন্যতম জনপ্রিয় এই ফুটবল লিগ, সেই কথাই ঘোষণা করলেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যাঞ্চেজ।

সাময়িক বন্ধ থাকার পর ১১ জুন প্রথম ম্যাচের আয়োজন করেছে লা লিগা সেভিয়া এবং রিয়েল বেতিসের মধ্যে। তবে দর্শকশূন্য ময়দানেই খেলতে হবে ক্লাবগুলিকে। সেই সঙ্গেই কঠোর স্বাস্থ্যব্যবস্থা মেনেই ফুটবলারদের প্রতিদিনের কোভিড-১৯ টেস্টও বাধ্যতামূলক করেছে লিগ কর্তৃপক্ষ। অনুশীলনে ১০ জনের বেশি অংশ নিতে পারবেন না ফুটবলাররা। পাশাপাশি ম্যাচে মাঠে থাকতে পারবেন খেলোয়াড় এবং অন্যান্য সহকারী স্টাফ মিলিয়ে সর্বাধিক ১৯৭ জন। স্টেডিয়ামে ঢোকার আগে প্রত্যেকের হবে থার্মাল স্ক্রিনিংও।


তবে জুন, জুলাইয়ে স্পেনে গরম পড়ায় সমস্যা হতে পারে মাঠে। তাই কুলিং ব্রেকের ব্যাপারে ইতিমধ্যেই চিন্তাভাবনা শুরু করেছে লিগ কর্তৃপক্ষ। লা লিগা শুরু হওয়ায় অন্তত হাজার ১২০ কোটি মার্কিন ডলারের ক্ষয়ক্ষতির মুখ থেকে ফিরে আসতে পারছে সম্প্রচার সংস্থাগুলি। জানা গেছে এমনটাই।


এই মুহূর্তে লিগ শীর্ষে আছে বার্সেলোনা। ২ পয়েন্ট পিছনে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। বিশ্বের সেরা ফুটবল মহারথীসমৃদ্ধ এই দুই দলের ম্যাচ দেখার জন্যই এখন মুখিয়ে রয়েছে বিশ্ববাসী। 


স্পেনে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৪২ হাজার। সংক্রমণের হার এবং মৃত্যুমিছিল কমে এলেও শূন্য হয়নি। তুষের আগুনের মতোই স্পেনে এখনো ছড়াচ্ছে করোনাভাইরাস। স্থিতিশীল পরিস্থিতি হলেও লিগ চালু করার ব্যাপারে তাই যথাসাধ্য সতর্কতা নিচ্ছে স্পেন। অন্যদিকে পর্তুগালের প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে ৩ জুন থেকে। তবে কিছুদিন আগেই দুই ফুটবলারের কোভিড টেস্ট পজিটিভ আসায় ইপিএল, এবং ফ্রান্সের লিগা-১ শুরু হওয়া এখনও অথৈ জলে।

Powered by Froala Editor